৩১. তোলপাড় গল্পের বুড়ো লোকটির সঙ্গের মেয়ে তিনটি কে?
ক. বুড়োর অপরিচিত
খ. বুড়োর আত্মীয়
গ. বুড়োর পুত্রবধূ
ঘ. বুড়োর মেয়ে
৩২. তোলপাড় গল্পে বুড়ো লোকটির পরিবার অস্থির ছিল কেন ?
ক. মিলিটারির ভয়ে
খ. অসুস্থতায়
গ. ক্লান্তিতে
ঘ. পিপাসায়
৩৩. তোলপাড় গল্পে নদীর ঘাট কত দূরে?
ক. পাঁচ মাইল দূরে
খ. চার মাইল দূরে
গ. তিন মাইল দূরে
ঘ. দুই মাইল দূরে
৩৪. তোলপাড় গল্পে সাবুর কোলের বাচ্চাটি কেমন?
ক. বেশ হালকা খ. বেশ ভারী
গ. খুব রোগা ঘ. খুবই সুন্দর
৩৫. ‘তোমরাই আমার ছেলে, বাবা’—উক্তিটি কার?
ক. বুড়োর পুত্রবধূর খ. মিসেস রহমানের
গ. বুড়ো লোকটির ঘ. সাবুর মায়ের
৩৬. তোলপাড় গল্পে এক নারী ফুঁপিয়ে ফঁুপিয়ে কাদছিলেন কেন?
ক. বাড়িঘর ছেড়ে আসায়
খ. পথের ক্লান্তিতে
গ. নিহত স্বামীর কথা ভেবে
ঘ. ক্ষুধার কষ্টে.
৩৭. ‘তোলপাড়’ গল্পে পাকিস্তানি সেনাদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে?
ক. দয়ালুদের সঙ্গে
খ. পিঁপড়ের সঙ্গে
গ. জানোয়ারদের সঙ্গে
ঘ. বাঘের সঙ্গে
৩৮. ‘তোলপাড়’ গল্পে সাবুর বুকে কেন তোলপাড় শুরু হয়?
ক. পাকিস্তানি সেনাদের হত্যা-নির্যাতন দেখে
খ. ঢাকায় যাওয়ার জন্য
গ. বুড়ো লোকটি চলে যাওয়ায়
ঘ. মিসেস রহমান চলে যাওয়ায়
৩৯. পাঞ্জাবি মিলিটারি কারা?
ক. পাঞ্জাব রেজিমেন্টের সৈনিক
খ. পাঞ্জাবি ভাষা জানা মিলিটারি,
গ. পাঞ্জাব দেশের মিলিটারি
ঘ. পাঞ্জাবি পরিহিত পাকিস্তানি মিলিটারি
সঠিক উত্তর
তোলপাড়: ২৯. ক ৩০. খ ৩১. গ ৩২. ঘ ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ ৩৬. গ ৩৭. গ ৩৮. ক ৩৯. ক
আমিনুল ইসলাম, প্রভাষক
উত্তরা মডেল স্কুল, ঢাকা