অধ্যায় ২
৬০. হেলট কারা?
ক. ভূমি মালিকরা খ. জমিদাররা
গ. ভূমি অধিপতিরা ঘ. ভুমিদাসরা
৬১. বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক কে?
ক. হেরোডোটাস
খ. থুকিডাইডেস
গ. লিওপোল্ড ফন র৵াংক
ঘ. টয়েনবি
৬২. পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন কারা?
ক. মিশরীয়রা খ. গ্রিকরা
গ. রোমানরা ঘ. সিন্ধুর অধিবাসীরা
৬৩. মহাকাব্য ‘ইলিয়াড’ ও ‘ওডিসি’ কে রচনা করেন?
ক. লিভি খ. হোমার
গ. ওভিদ ঘ. থোরাস ভার্জিল
৬৪. গ্রিক দার্শনিকদের মধ্যে সবচেয়ে খ্যাতিমান ছিলেন কে?
ক. থালেস খ. পেরিক্লিস
গ. সক্রেটিস ঘ. প্লেটো
৬৫. গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার কে?
ক. এসকাইলাস খ. হেরোডোটাস
গ. হোমার ঘ. সফোক্লিস
৬৬. ‘দ্য পেলোপনেসিয়ান ওয়ার’ গ্রন্থের লেখক কে?
ক. থুকিডাইডেস খ. সক্রেটিস
গ. পেরিক্লিস ঘ. প্লেটো
সঠিক উত্তর
অধ্যায় ২: ৬০. ঘ ৬১. খ ৬২. খ ৬৩. খ ৬৪. গ ৬৫. ঘ ৬৬. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মিজান চৌধুরী, সহকারী শিক্ষক, লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা