বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১২

৫১. পাকিস্তানের বৈদেশিক সাহায্য বরাদ্দের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পেত কত শতাংশ?

ক. ২৬.২%

খ. ২৬.৪%

গ. ২৬.৬%

ঘ. ২৬.৮%

৫২. শিল্প ক্ষেত্রে পূর্ব পাকিস্তান কাদের ওপর নির্ভরশীল ছিল?

ক. ভারতের

খ. শ্রীলঙ্কার

গ. মিয়ানমারের

ঘ. পশ্চিম পাকিস্তানের

৫৩. পাকিস্তানে প্রথম রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণা করেন কে?

ক. ইয়াহিয়া

খ. আইয়ুব খান

গ. ইস্কান্দার মির্জা

ঘ. খন্দকার মোশতাক

৫৪. প্রাথমিক অবস্থায় মৌলিক গণতন্ত্র কয় স্তরবিশিষ্ট ছিল?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

৫৫. পাকিস্তানে কীভাবে সাংবিধানিক শাসনের অবসান ঘটে?

ক. ৬ দফা উত্থাপনের ফলে

খ. ১৪৪ ধারা জারির মাধ্যমে

গ. অভ্যুত্থানের মাধ্যমে

ঘ. ১৯৫৮ সালে সামরিক শাসন জারির মাধ্যমে

সঠিক উত্তর

অধ্যায় ১২: ৫১. গ ৫২. ঘ ৫৩. গ ৫৪. ৫৫. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মিজান চৌধুরী, শিক্ষক
লালমাটিয়া উচ্চবিদ্যালয়, ঢাকা