এসএসসি পরীক্ষা–২০২১: সংক্ষিপ্ত সিলেবাস অনুসারে
বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা | বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায় ১
৫০. কীভাবে জাতির ইতিহাস পাল্টে যেতে পারে?
ক. নতুন প্রত্নতাত্ত্বিক আবিষ্কারে
খ. কৃষির আধুনিকায়নে
গ. শিল্প বিপ্লবের ফলে ঘ. গবেষণা করে
৫১. ফা হিয়েন কোন সময়ে ভারতবর্ষে অবস্থান করেন?
ক. ৪০১-৪১০ সালে
খ. ৪০৯-৪১৫ সালে
গ. ৫০১-৫১২ সালে
ঘ. ৫০৭-৫১৫ সালে
৫২. বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতা ইতিহাসের কী?
ক. রূপরেখা খ. মাধুর্য
গ. বৈশিষ্ট্য ঘ. গাম্ভীর্য
৫৩. ইতিহাস কীভাবে অতীতকে পুনর্গঠিত করে?
ক. অতীত কাহিনির সারবস্তু নিয়ে
খ. যুদ্ধ বিগ্রহের কাহিনি নিয়ে
গ. সঠিক ও সত্যনিষ্ঠ তথ্য দিয়ে
ঘ. নিছকই ঘটে যাওয়া কাহিনি নিয়ে
৫৪. ইতিহাসের বৈশিষ্ট্য হলো—
i. গতিশীলতা ii. সত্যনিষ্ঠতা iii. তথ্যনির্ভর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
৫৫. ইতিহাস পাঠ প্রয়োজনীয়। কারণ, ইতিহাস—
i. জ্ঞানের বিস্তৃতি ঘটায়
ii. সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করে
iii. উদাহরণ হিসেবে উপস্থিত থাকে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i. ও iii
গ. ii. ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
মো.মিজান চৌধুরী
শিক্ষক, লালমাটিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা