বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় জেএসসি পরীক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৯
১। কমিউনিটিভিত্তিক পরিবার পরিকল্পনা কোথায় গড়ে ওঠে?
ক. শহরে খ. গ্রামে
গ. বিল অঞ্চলে ঘ. শহরে ও গ্রামে
২। নিচের কোন দেশটিতে মেয়েদের তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়?
ক. কানাডা খ. ব্রাজিল গ. বাংলাদেশ ঘ. যুক্তরাজ্য
৩। বাল্যবিবাহ বলতে কী বোঝায়?
ক. অল্প বয়সে বিয়ে খ. সাবালক হওয়ার আগে বিয়ে গ. গ্রাম্য বিয়ে ঘ. হাওর অঞ্চলের বিয়ে
৪। কোন দেশে জমির তুলনায় জনসংখ্যা অনেক বেশি?
ক. বাংলাদেশ খ. কানাডা গ. রাশিয়া ঘ. যুক্তরাষ্ট্র
৫। কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি?
ক. বাংলাদেশ খ. কানাডা গ. রাশিয়া ঘ. যুক্তরাষ্ট্র
৬। কোনটি একটি দেশের জন্য বোঝা আবার সেটিই সম্পদে পরিণত হতে পারে?
ক. অশিক্ষিত জনসংখ্যা খ. অদক্ষ জনসংখ্যা
গ. জনসংখ্যা ঘ. রপ্তানি খাত
৭। বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার আগের তুলনায় কিছুটা কমার কারণ কী?
ক. সম্পদ কমে যাওয়া খ. আয় কমে যাওয়া
গ. মাথাপিছু জমির পরিমাণ কমে যাওয়া
ঘ. মানুষের সচেতনতা বৃদ্ধি পাওয়া
৮। শিশু ও মাতৃমৃত্যুর হার কমে যাওয়ার কারণ কী?
ক. সাক্ষরতার হার বাড়ায়
খ. পুষ্টির সরবরাহ বৃদ্ধি পাওয়ায়
গ. চিকিত্সাব্যবস্থার উন্নতি হওয়ায়
ঘ. গণসচেতনতা বৃদ্ধি পাওয়ায়
৯। দেশের অশিক্ষিত ও কর্মহীন মানুষকে কীভাবে মানবসম্পদে পরিণত করা যায়?
ক. রাষ্ট্রীয়ভাবে আর্থিক অনুদান দিয়ে
খ. উপযুক্ত শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করে
গ. কৃষি-উপকরণ সরবরাহ করে
ঘ. ব্যাংকঋণ দিয়ে
১০। নিচের কোন দেশটি জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করেছে?
ক. মিয়ানমার খ. নেপাল গ. ভুটান ঘ. শ্রীলঙ্কা।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলাদেশ ও বিশ্বপরিচয়: সঠিক উত্তর
অধ্যায়-৯
১. ঘ ২. গ ৩. ক ৪. ক ৫. ক ৬. গ ৭. ঘ ৮. গ ৯. খ ১০. ঘ।
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি
বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর