সংক্ষিপ্ত প্রশ্নোত্তর
প্রিয় পরীক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানে ১ নম্বর প্রশ্নে থাকবে ৫০টি বহুনির্বাচনি প্রশ্ন, যার মধ্যে ২০টি হবে গতানুগতিক। আজ দেওয়া হলো গতানুগতিক বহুনির্বাচনি নমুনা প্রশ্নোত্তর।
অধ্যায়-২
প্রশ্ন: ইউরোপ থেকে বাংলায় কারা কারা বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল?
উত্তর: ইংরেজ, পর্তুগিজ, ডাচ, ফরাসি ও অন্য ইউরোপীয় বণিকেরা বাংলায় বাণিজ্য করার উদ্দেশ্যে এসেছিল।
প্রশ্ন: বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী ছিল?
উত্তর: বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।
প্রশ্ন: কোন সময় ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত?
উত্তর: ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত ১০০ বছর এ দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে, যা ইতিহাসে কোম্পানির শাসন নামে পরিচিত।
প্রশ্ন: ইংরেজরা ‘ভাগ কর শাসন কর’ নীতি কেন প্রণয়ন করে?
উত্তর: ইংরেজরা এ দেশের মানুষের মধ্যে ধর্ম, বর্ণ, জাতি ও অঞ্চলভেদে যেসব পার্থক্য ছিল, তার ভিত্তিতে বিভেদ সৃষ্টি করত এবং একজনকে অন্যের বিরুদ্ধে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে ‘ভাগ কর শাসন কর’ নীতি প্রণয়ন করে।
প্রশ্ন: বাংলায় নবজাগরণের কয়েকজন প্রধান ব্যক্তির নাম লেখো।
উত্তর: নবজাগরণের কয়েকজন প্রধান ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত প্রমুখ।
প্রশ্ন: ইংরেজ আমলে মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে কারা ভূমিকা রাখেন?
উত্তর: স্যার সৈয়দ আহমেদ খান, নবাব আব্দুল লতিফ, সৈয়দ আমীর আলী প্রমুখ ইংরেজ আমলে মুসলমানদের সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখেন।
প্রশ্ন: কত সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল?
উত্তর: ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ হয়েছিল।
প্রশ্ন: কার নেতৃত্বে সিপাহি বিদ্রোহ শুরু হয়?
উত্তর: সিপাহি মঙ্গল পাণ্ডের নেতৃত্বে প্রথম বিদ্রোহ শুরু হয়।
প্রশ্ন: কত সালে ইংরেজরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়?
উত্তর: ১৯১১ সালে ইংরেজরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হয়।
প্রশ্ন: ইংরেজদের শাসনের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার কারণে কাদের ফাঁসি দেওয়া হয়?
উত্তর: ইংরেজদের শাসনের বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার কারণে ক্ষুদিরাম ও মাস্টারদাকে ফাঁসি দেওয়া হয়েছিল।
অধ্যায়-৩
প্রশ্ন: ইতিহাস ও ঐতিহ্যসমৃদ্ধ কোন দেশ?
উত্তর: বাংলাদেশ ইতিহাস ও ঐতিহ্যসমৃদ্ধ একটি দেশ।
প্রশ্ন: বাংলাদেশে কারা বসবাস করে আসছে?
উত্তর: বাংলাদেশে দীর্ঘদিন থেকে বিভিন্ন জাতি ও ধর্মের মানুষ বসবাস করে আসছে।
প্রশ্ন: মহাস্থানগড় কোন আমলে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: মহাস্থানগড় মৌর্য আমলে প্রতিষ্ঠিত হয়েছিল।
প্রশ্ন: মহাস্থানগড় কোথায় অবস্থিত?
উত্তর: মহাস্থানগড় বগুড়া শহর থেকে ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে অবস্থিত।
প্রশ্ন: মহাস্থানগড়ে কোন শিলালিপি পাওয়া গেছে?
উত্তর: মহাস্থানগড়ে ‘ব্রাহ্মী শিলালিপি’ পাওয়া গেছে।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
উত্তর: উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলায় অবস্থিত।
প্রশ্ন: উয়ারী-বটেশ্বরে সভ্যতার যাত্রা কবে শুরু হয়েছিল?
উত্তর: উয়ারী-বটেশ্বরে সভ্যতার যাত্রা শুরু হয়েছিল চার খ্রিষ্টপূর্ব অব্দে মৌর্য যুগে ।
প্রশ্ন: পাহাড়পুর কোথায় অবস্থিত?
উত্তর: পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় অবস্থিত।
প্রশ্ন: পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তি কোনটি?
উত্তর: পাহাড়পুরের সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরাকীর্তি হলো সোমপুর বিহার।
প্রশ্ন: সোমপুর মহাবিহার কার শাসনামলে নির্মিত হয়?
উত্তর: সোমপুর মহাবিহার রাজা ধর্ম পালের শাসনামলে (আনুমানিক ৭৮১-৮১১ খ্রিস্টাব্দ) নির্মিত হয়।
প্রশ্ন: ময়নামতি কোথায় অবস্থিত?
উত্তর: ময়নামতি কুমিল্লা শহর থেকে আট কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
প্রশ্ন: ময়নামতির প্রত্ন নিদর্শন কত বছরের নিদর্শন বহন করে?
উত্তর: ময়নামতির প্রত্ন নিদর্শন আট থেকে বারো শতক পর্যন্ত প্রায় ৪০০ বছরের দক্ষিণ-পূর্ব বাংলার ঐতিহাসিক নিদর্শন বহন করে।
প্রশ্ন: সোনারগাঁও কোথায় অবস্থিত?
উত্তর: সোনারগাঁও বর্তমানে নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত।
প্রশ্ন: সোনারগাঁ কোন বারো ভূঁইয়ার রাজধানী ছিল?
উত্তর: সোনারগাঁ ঈশা খাঁ ও তাঁর পুত্র মুসা খাঁর রাজধানী ছিল।
প্রশ্ন: সোনারগাঁয়ের গৌরব কে ধরে রাখার চেষ্টা করেন?
উত্তর: শিল্পাচার্য জয়নুল আবেদিন ১৯৭৫ সালে একটি লোকশিল্প জাদুঘর প্রতিষ্ঠা করে সোনারগাঁয়ের গৌরব ধরে রাখার চেষ্টা করেন।
প্রশ্ন: লালবাগ দুর্গ কে তৈরি শুরু করেন?
উত্তর: ১৬৭৮ সালে মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা মোহাম্মদ আযম লালবাগ দুর্গ তৈরির কাজ শুরু করেন।
প্রশ্ন: লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য কোনটি?
উত্তর: লালবাগ দুর্গের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি সম্পূর্ণ ইটের তৈরি।
প্রশ্ন: আহসান মঞ্জিল কাদের প্রাসাদ ছিল?
উত্তর: আহসান মঞ্জিল ঢাকার নবাবদের প্রাসাদ ছিল।
প্রশ্ন: আহসান মঞ্জিল ঢাকার নবাব খাজা আলিমউল্লাহ কবে কেনেন?
উত্তর: ১৮৩০ সালে ঢাকার নবাব খাজা আলিমউল্লাহ ফরাসিদের কাছে থেকে আহসান মঞ্জিলটি কেনেন।
প্রশ্ন: আহসান মঞ্জিল কত সালে বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে আসে?
উত্তর: ১৯৮৫ সালে আহসান মঞ্জিল বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে আসে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা