default-image

অধ্যায় ৪

প্রশ্ন: বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য কী?

উত্তর: বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো:

বৃহৎ শিল্প

১. বাংলাদেশের কিছু কিছু কারখানায় বিপুল পরিমাণে পণ্য উত্পাদিত হয়। এদের বৃহৎ শিল্প বলে।

২. বৃহৎ শিল্পের মধ্যে রয়েছে সার, সিমেন্ট, ওষুধ, কাগজ, চিনিশিল্প ইত্যাদি।

৩. বৃহৎ শিল্পকলা আধুনিক কালের শিল্প। যার প্রসার আধুনিক যন্ত্রপাতির উন্নতির সঙ্গে ঘটেছে।

৪. বৃহৎ শিল্পে বেশি কর্মসংস্থানের সুযোগ থাকে।

৫. দেশের চাহিদা মিটিয়ে এসব শিল্পে উত্পাদিত সামগ্রীর একটা অংশ বিদেশে রপ্তানি হয়।

ক্ষুদ্র শিল্প

১. আবার কিছু কিছু কারখানায় ক্ষুদ্র পরিমাণে স্থানীয়ভাবে গণ্য উত্পাদিত হয়। এদের ক্ষুদ্র শিল্প বলে।

২. ক্ষুদ্র শিল্পের মধ্যে রয়েছে কাঠশিল্প, কাঁসাশিল্প, মৃৎশিল্প, রেশমশিল্প, তাঁতশিল্প, তামাকশিল্প, চামড়াশিল্প প্রভৃতি।

৩. কিছু কিছু ক্ষুদ্র শিল্প আমাদের প্রাচীন শিল্প। যেমন তাঁতশিল্প বহুকালের, বাংলার মানুষ এ শিল্পের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছে।

৪. ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র পরিসরে অল্প মূলধনে পরিচালিত হয় বলে এখানে কমসংখ্যক লোকের কর্মসংস্থানের সুযোগ থাকে।

৫. ক্ষুদ্র শিল্পে উত্পাদিত পণ্য দেশের চাহিদা অনেকাংশ মেটাতে সক্ষম হয়।

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন