default-image

অধ্যায় ১

৫২. সতীদাহ প্রথা বিলোপ সাধনে কোন সংস্কারক অগ্রণী ভূমিকা পালন করেছিলেন?

ক. রাজা রামমোহন রায়

খ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

গ. রবীন্দ্রনাথ ঠাকুর

ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৫৩. ‘ভাগ করো, শাসন করো’—এ নীতির প্রবক্তা কারা?

ক. পর্তুগিজরা খ. ব্রিটিশরা

গ. ভারতীয়রা ঘ. ফরাসিরা

৫৪. বাংলায় ১৭৫৭ সালের পর যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে কী বলে?

ক. ইংরেজ শাসন

খ. ব্রিটিশ শাসন

গ. ঔপনিবেশিক শাসন

ঘ. বণিক শাসন

৫৫. ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ইংরেজ শাসনামলকে কী বলে?

ক. ঔপনিবেশিক যুগ

খ. ইংরেজ যুগ

গ. নতুন শাসনামল

ঘ. বাণিজ্য যুগ

৫৬. ভাস্কো দা গামা কত সালে ভারতের কালিকট বন্দরে পৌঁছেন?

ক. ১৪২৫ সালে খ. ১৪৯৮ সালে

গ. ১৫২৫ সালে ঘ. ১৫৭৮ সালে

৫৭. আল বুকার্ক কে ছিলেন?

ক. দক্ষ শাসক খ. দক্ষ নাবিক

গ. দক্ষ সেনাপতি ঘ. দক্ষ যোদ্ধা

৫৮. নবাব সিরাজউদ্দৌলা কত বছর বয়সে সিংহাসনে বসেন?

ক. ২০ বছর খ. ২২ বছর

গ. ২৫ বছর ঘ. ২৮ বছর

৫৯. দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে ইংল্যান্ডে স্থাপিত হয়?

ক. ১৬০০ সালে খ. ১৬৫০ সালে

গ. ১৬৮৫ সালে ঘ. ১৬৯০ সালে

৬০. ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে বাংলায় প্রবেশ করে?

ক. ১৬২০ সালে খ. ১৬৩০ সালে

গ. ১৬৫৫ সালে ঘ. ১৬৭৫ সালে

৬১. ফরাসিরা বাংলায় কত সালে প্রবেশ করে?

ক. ১৬৬০ সালে খ. ১৬৬২ সালে

গ. ১৬৬৪ সালে ঘ. ১৬৮০ সালে

৬২. ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন কবে হয়েছিল?

ক. ১৮৫০ সালে খ. ১৮৫৮ সালে

গ. ১৮৬৯ সালে ঘ. ১৮৭৫ সালে

৬৩. কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৮৫৭ সালে খ. ১৮৫৯ সালে

গ. ১৮৬২ সালে ঘ. ১৮৭২ সালে

৬৪. ব্রিটিশবিরোধী আন্দোলনের চূড়ান্ত বীজ রোপিত হয়েছিল কত সালে?

ক. ১৯০০ সালে খ. ১৯০৫ সালে

গ. ১৯১৪ সালে ঘ. ১৯৩২ সালে

৬৫. কত সালে মুসলিম লিগ প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯০৬ সালে খ. ১৯১৮ সালে

গ. ১৯১৯ সালে ঘ. ১৯২১ সালে

সঠিক উত্তর

অধ্যায় ১: ৫২. ক ৫৩. খ ৫৪. গ ৫৫. ক ৫৬. খ ৫৭. খ ৫৮. খ ৫৯. ক ৬০. খ ৬১. গ ৬২. খ

৬৩. ক ৬৪. খ ৬৫. ক

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন