default-image

অধ্যায় ৫

১৩. বাংলাদেশে সারা বছর নৌ চলাচল করে কত পরিমাণ নৌপথে?

ক. ৩৫৫০ কিমি

খ. ৩৬৭৫ কিমি

গ. ৩৮৬৫ কিমি

ঘ. ৪০২০ কিমি

১৪. বাংলাদেশে কত সালে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ গঠিত হয়?

ক. ১৯৫৮ খ. ১৯৬৯

গ. ১৯৭২ ঘ. ১৯৭৬

বিজ্ঞাপন

১৫. চট্টগ্রামের কাপ্তাইয়ের জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। এটি কোন ধরনের শক্তি সম্পদ?

ক. জলজ শক্তি

খ. নবায়নযোগ্য শক্তি

গ. অনবায়নযোগ্য শক্তি

ঘ. মানব উত্পাদন শক্তি

১৬. বাংলাদেশে শিপিং করপোরেশন কবে প্রতিষ্ঠিত হয়?

ক. ১৯৫৮ খ. ১৯৬৯

গ. ১৯৭২ ঘ. ১৯৭৭

১৭. বাংলাদেশে বনজ সম্পদের পরিমাণ কত শতাংশ?

ক. ১১ খ. ১২

গ. ১৩ ঘ. ১৫

১৮. বরেন্দ্র অঞ্চলের বনভূমি কোথায় অবস্থিত?

ক. ময়মনসিংহ খ. পাবনা

গ. দিনাজপুর ঘ. রাজশাহী

সঠিক উত্তর

অধ্যায় ৫: ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. গ
১৭. গ ১৮. গ

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন