বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৬

৫১. আইনকে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম বলেছেন কে?

ক. উড্রো উইলসন খ. টি.এইচ. গ্রিন

গ. হ্যারল্ড জে লাস্কি ঘ. হল্যান্ড

৫২. রাষ্ট্রের আইন কিসের মাধ্যমে প্রণীত হয়?

ক. আইনসভার খ. প্রথার

গ. রীতিনীতি ঘ. সংবিধান

৫৩. সিগন্যাল পয়েন্টে লালবাতি জ্বলে উঠলেও একটি গাড়ি দ্রুতবেগে চলে যায়। কিন্তু ট্রাফিক পুলিশের গাড়ি ওই গাড়ি আটকিয়ে দেয় এবং ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন। এই ঘটনার মধ্য দিয়ে কী ফুটে উঠেছে?

ক. পুলিশি শাসনের চিত্র

খ. আইনের প্রাধান্য

গ. আইনের দৃষ্টিতে সাম্য

ঘ. সরকারের ক্ষমতা প্রদর্শন

৫৪. সামগ্রিকভাবে সরকারের বিভাগ কয়টি?

ক. ২টি খ. ৫টি

গ. ৩টি ঘ. ৪টি

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৫১. ঘ ৫২. ক ৫৩. খ ৫৪. গ