বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৬

৫৮. আইনের বৈশিষ্ট্য হচ্ছে—

i. মানুষের কাজকে নিয়ন্ত্রণ করা

ii. নাগরিকদের সমতা নিশ্চিত করা

iii. মানুষের চিন্তার পরিবর্তন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫৯. তথ্য অধিকার আইন নিশ্চিত করে—

i. কার্যক্রমের স্বচ্ছতা

ii. আইনের শাসন প্রতিষ্ঠা

iii. দক্ষতা বৃদ্ধিতে সহায়তা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৬০. রাষ্ট্র যদি হয় জীবদেহ, তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ—উক্তিটিতে প্রকাশ
পেয়েছে?

i. মানুষের কাছে রাষ্ট্রের প্রয়োজনীয়তা

ii. মানুষ ও রাষ্ট্রের অবিচ্ছেদ্য সম্পর্ক

iii. রাষ্ট্র সৃষ্টির রূপরেখা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. iii ও iii ঘ. i, ii ও iii

৬১. তথ্য অধিকার বলতে বোঝায়—

i. তথ্য–উপাত্ত

ii. প্রকল্প প্রস্তাব, দলিল

iii. দাপ্তরিক কর্মকাণ্ডের যেকোনো স্মারক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৬: ৫৮. ক ৫৯. ক ৬০. ক ৬১. ক


মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা