বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০


৭. নিচের কোনটি সমষ্টিগত সম্পদ?

ক. বাড়ি খ. গাড়ি

গ. নদী ঘ. শিল্প

৮. বৈজ্ঞানিক আবিষ্কার কোন ধরনের সম্পদ?

ক. ব্যক্তিগত

খ. সমষ্টিগত

গ. জাতীয়

ঘ. আন্তর্জাতিক

৯. উৎপাদনের উপাদান কয়টি?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

১০. ব্যক্তি পর্যায়ে কোন অর্থনৈতিক ব্যবস্থাটি বেশি গ্রহণযোগ্য?

ক. ধনতান্ত্রিক খ. মিশ্র

গ. সমাজতান্ত্রিক ঘ. ইসলামি

১১. কোনটি সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার বৈশিষ্ট্য

ক. বহুসংখ্যক ক্রেতা ও বিক্রেতা থাকা

খ. কর্মদক্ষতা অনুযায়ী মজুরি পাওয়া

গ. নিজের ইচ্ছামতো দ্রব্য তৈরি করা

ঘ. মালিক-শ্রমিকের আয় বৈষম্য থাকা

১২. ইসলামিক অর্থব্যবস্থায় কোন বৈশিষ্ট্যটি অনুসরণ করা হয়?

ক. সর্বাধিক মুনাফা অর্জন

খ. শোষনহীন উৎপাদন প্রক্রিয়া

গ. সামগ্রিকভাবে মুনাফা অর্জন

ঘ. সার্বজনীন বিনিয়োগ।

সঠিক উত্তর

অধ্যায় ১০: ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ক ১১. খ ১২. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা