বাংলাদেশ ও বিশ্বপরিচয় | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১০

৩১. আয়েশা গার্মেন্টসে চাকরি করেন । তার অর্জিত আয়কে কী বলা হয়?

ক. খাজনা খ. মজুরি

গ. সুদ ঘ. মুনাফা

৩২. কোনো দ্রব্যের মানুষের অভাব পূরণের ক্ষমতাকে কী বলে?

ক. উৎপাদন খ. মূলধন

গ. উপযোগ ঘ. চাহিদা

৩৩. কোন অর্থনৈতিক ব্যবস্থায় ব্যক্তির নিকট নির্দিষ্ট সময়ব্যাপী নির্ধারিত পরিমাণ অর্থ বা সম্পদ থাকলে তার একটি নির্ধারিত অংশ দরিদ্র জনগণের মধ্যে বণ্টনের ব্যবস্থা রয়েছে?

ক. ধনতান্ত্রিক খ. সমাজতান্ত্রিক

গ. মিশ্র ঘ. ইসলামি

৩৪. ইসলামিক অর্থব্যবস্থায় কোনটি অনুসরণ করতে হয়?

ক. সামগ্রিকভাবে মুনাফা ভোগ

খ. সর্বাধিক মুনাফা অর্জন

গ. শোষণহীন উৎপাদন প্রক্রিয়া

ঘ. সার্বজনিক বিনিয়োগ

৩৫. ‘ক’ দেশের অর্থনীতিতে ব্যক্তি উদ্যোগের স্বাধীনতা নেই। ‘ক’ দেশের কোন ধরনের অর্থব্যবস্থা প্রচলিত?

ক. সমাজতান্ত্রিক

খ. ধনতান্ত্রিক

গ. মিশ্র

ঘ. ইসলামি

সঠিক উত্তর

অধ্যায় ১০: ৩১.খ ৩২.গ ৩৩. ঘ ৩৪.গ ৩৫.ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা