অধ্যায় ১০
৫৯. সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান ঘটে কোথায়?
ক. মিশ্র অর্থব্যবস্থায়
খ. ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়
গ. ব্যক্তিতান্ত্রিক অর্থব্যবস্থায়
ঘ. সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়
৬০. ইসলামি অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি
কোনটি?
ক. কোরআন শরিফ
খ. দেশের সংবিধান
গ. অর্থনীতিবিদদের তত্ত্ব
ঘ. প্রাকৃতিক সম্পদ
৬১. ইসলামি অর্থব্যবস্থায় উৎপাদন প্রক্রিয়া সমাজের জন্য কী ধরনের?
ক. কাম্য
খ. ক্ষতিকর
গ. কল্যাণকর ও শোষণহীন
ঘ.ভালো
৬২. ইসলামি অর্থব্যবস্থায় উৎপাদনের লক্ষ্য কী?
ক. অধিক মুনাফা অর্জন
খ. সব দ্রব্য উৎপাদন
গ. হালাল দ্রব্য উৎপাদন
ঘ. মুনাফা অর্জন না করা
৬৩. ব্রিটিশ শাসনামলে ভূস্বামীদের কী বলা হতো?
ক. রাজা খ. মালিক
গ. জমিদার ঘ. সামন্তপ্রভু
সঠিক উত্তর
অধ্যায় ১০: ৫৯. ক ৬০.ক ৬১.গ ৬২.গ ৬৩.গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আবুল হাছান, সিনিয়র শিক্ষক
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা