অধ্যায় ৩
৪১. শিশুর সামাজিকীকরণে কোনটি প্রাথমিক ভূমিকা রাখে?
ক. পরিবার খ. শিক্ষাপ্রতিষ্ঠান
গ. খেলার সাথি ঘ. ধর্মীয় প্রতিষ্ঠান
৪২. সুমি তার পাঠ্যবই থেকে এমন একটি প্রক্রিয়া সম্পর্কে জানতে পারে, যেটি কিনা মানব শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে. সুমি কোনটি সম্পর্কে ধারণা লাভ করে?
ক. সামাজিকীকরণ
খ. সামাজিক পরিবর্তন
গ. সামাজিক গতিশীলতা
ঘ. সামাজিক নিয়ন্ত্রণ
৪৩. পরিবারে শিক্ষাবিষয়ক ভূমিকা আগের মতো নেই কেন?
ক. পিতা-মাতা শিশুকে সময় দেন না বলে
খ. পারিবারিক মূল্যবোধের পরিবর্তনের কারণে
গ. প্রযুক্তিগত পরিবর্তনের কারণে
ঘ. অন্যান্য প্রতিষ্ঠান দায়িত্ব গ্রহণের জন্য
৪৪. কোথায় শিশুর পারস্পরিক আচার আচরণিক সম্পর্ক গড়ে ওঠে?
ক. একক পরিবারে খ. যৌথ পরিবারে
গ. বর্ধিত পরিবারে ঘ. দলগত পরিবারে
৪৫. পরিবারের অন্যতম কাজ কী?
ক. অর্থনৈতিক চাহিদা পূরণ
খ. ধর্মীয় শিক্ষা প্রদান
গ. সামাজিক রীতিনীতি শিক্ষাদান
ঘ. বংশরক্ষা ও সামাজিকীকরণ
অধ্যায় ৪
১. বাংলাদেশের মানুষের জীবিকার প্রধান উৎস কী?
ক. কৃষি খ. চাকরি
গ. ব্যবসা ঘ. কুটিরশিল্প
২. অর্থনৈতিক মূল্য রয়েছে এমন যেকোনো কাজ, সেবা বা বিনিময়কে কী বলে?
ক. সেবা কার্যক্রম
খ. অর্থনৈতিক কার্যক্রম
গ. বিনিময় কার্যক্রম
ঘ. আনুষ্ঠানিক কার্যক্রম
৩. অর্থনৈতিক কার্যক্রমকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
৪. যেসব কাজের জন্য কোনো মজুরি নির্ধারিত নেই, সেসব কাজকে কী বলা হয়?
ক. আনুষ্ঠানিক কার্যক্রম
খ. অনানুষ্ঠানিক কার্যক্রম
গ. বিনিময় কার্যক্রম
ঘ. সেবা কার্যক্রম
৫. যেসব অর্থনৈতিক কার্যক্রম সরকার কতৃ৴ক নিয়ন্ত্রিত হয় না, তাদের কী বলে?
ক. অনানুষ্ঠানিক কার্যক্রম
খ. সেবা কার্যক্রম
গ. বিনিময় কার্যক্রম
ঘ. কুটিরশিল্প
সঠিক উত্তর:
অধ্যায় ৩: ৪১. ক ৪২. ক ৪৩. ঘ ৪৪. খ ৪৫. ঘ
অধ্যায় ৪: ১. ক ২. খ ৩. ক ৪. খ ৫. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকালৎ
মিজান চৌধুরী, শিক্ষক, লালমাটিয়া উচ্চ বিদ্যালয়, ঢাকা