বাংলাদেশ ও বিশ্বপরিচয় | শূন্যস্থান পূরণ

অধ্যায় ৯

সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো

প্রশ্ন: ছোটদের ভালোবাসব ও করব।

উত্তর: ছোটদের ভালোবাসব ও দেখাশোনা করব।

প্রশ্ন: কারও করব না।

উত্তর: কারও ক্ষতি করব না।

প্রশ্ন: সবার করার চেষ্টা করব।

উত্তর: সবার উপকার করার চেষ্টা করব।

প্রশ্ন: সমাজের বিভিন্ন মেনে চলব।

উত্তর: সমাজের বিভিন্ন নিয়মকানুন মেনে চলব।

প্রশ্ন: সুবিধাবঞ্চিতদের করব।

উত্তর: সুবিধাবঞ্চিতদের সহযোগিতা করব।

প্রশ্ন: বয়স্কদের করব।

উত্তর: বয়স্কদের শ্রদ্ধা করব।

প্রশ্ন: অপরিচিত মানুষদের কাছ থেকে থাকব।

উত্তর: অপরিচিত মানুষদের কাছ থেকে সাবধান থাকব।

প্রশ্ন: ছুরি, কাঁচিজাতীয় জিনিস সাবধানে ব্যবহার করবে।

উত্তর: ছুরি কাঁচিজাতীয় ধারালো জিনিস সাবধানে ব্যবহার করবে।

প্রশ্ন: খালি পায়ে বা হাতে বৈদ্যুতিক সুইচ ধরবে না।

উত্তর: খালি পায়ে বা ভেজা হাতে বৈদ্যুতিক সুইচ ধরবে না।

প্রশ্ন: গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর রাখবে।

উত্তর: গ্যাসের চুলা ও বিদ্যুৎ ব্যবহারের পর বন্ধ রাখবে।