default-image

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-৪
১২। ময়মনসিংহ শহরে জাদুঘর প্রতিষ্ঠিত হয় কত সালে?
ক. ১৯৭১ সালে খ. ১৯৭০ সালে
গ. ১৯৬৯ সালে ঘ. ১৯৬৮ সালে
১৩। ঢাকার মসজিদগুলো কোন স্থাপত্যরীতিতে তৈরি?
ক. ইংরেজ খ. মোগল
গ. পাকিস্তানি ঘ. পারস্য
১৪। বালিয়াটির জমিদারবাড়ি কোথায় অবস্থিত?
ক. মানিকগঞ্জের সাটুরিয়ায়
খ. রংপুরের তাজহাটে
গ. ময়মনসিংহের মুক্তাগাছায়
ঘ. রংপুরের নাটোরে
১৫। নাটোরের দিঘাপতিয়ার জমিদারবাড়িটি এখন কী নামে পরিচিত?
ক. গণভবন খ. বঙ্গভবন
গ. উত্তরা গণভবন
ঘ. উত্তরবঙ্গের সংসদ ভবন
১৬। ভিক্টোরিয়া পার্কের নামকরণ করেন কে?
ক. নবাব আবদুল গণি
খ. নবাব আবদুুল লতিফ
গ. নবাব সলিমুল্লাহ
ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
১৭। সরদারবাড়ি নির্মিত হয় কত সালে?
ক. ১৯০০ সালে খ. ১৯০১ সালে
গ. ১৯০২ সালে ঘ. ১৯০৩ সালে
১৮। আন্টাঘর নামের সঙ্গে নিচের কোনটি জড়িয়ে আছে?
ক. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
খ. নেপালের স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
গ. প্রথম ভারতীয় স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
ঘ. ব্রিটিশ স্বাধীনতাযুদ্ধের ইতিহাস
১৯। সিপাহি বিদ্রোহ হয়েছিল কত সালে?
ক. ১৭৫৭ খ. ১৭৫৮ গ. ১৯৪৭ ঘ. ১৮৫৭
২০। রানি ভিক্টোরিয়া কে ছিলেন?
ক. ইংল্যান্ডের রানি খ. ভারতের রানি
গ. জাপানের রানি ঘ. চীনের রানি
অধ্যায়-৫
১। সামাজিকীকরণ প্রক্রিয়া কখন থেকে শুরু হয়?
ক. জন্মের পর থেকে খ. স্কুলে যাওয়ার পর থেকে গ. হাঁটতে শেখার পর থেকে
ঘ. জ্ঞান-বুদ্ধি হওয়ার পর থেকে
২। ব্যক্তির সুষ্ঠু বিকাশের জন্য কী দরকার?
ক. পড়াশোনা খ. সামাজিকীকরণ
গ. সাধারণ জ্ঞান ঘ. ধনসম্পদ
৩। শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে পরিবারের পর কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ?
ক. রাষ্ট্র খ. বিদ্যালয়
গ. স্থানীয় সমাজ ঘ. পুঁথিগত শিক্ষা
৪। শিশুরা কীভাবে সহজেই সমাজের রীতিনীতি আয়ত্ত করে?
ক. বিদ্যালয়ের শিক্ষকদের আচরণ দেখে
খ. বিদ্যালয়ে সহপাঠীদের আচরণ দেখে
গ. চারপাশের মানুষের আচার-আচরণ দেখে
ঘ. সমাজের বৃদ্ধদের অনুসরণ করে
৫। অভিভাবন কী?
ক. একধরনের যোগাযোগ-প্রক্রিয়া
খ. চিন্তাভাবনা
গ. মনের বিকাশ ঘ. একধরনের প্রচেষ্টা
৬। মূল্যবোধ ব্যক্তিকে সমাজের অনুকূলে কী শিক্ষা দেয়?
ক. পড়াশোনা খ. বিনোদন
গ. ব্যায়াম ঘ. আচরণ
৭। নিচের কোনটি শিশু-কিশোরদের মনের ওপর ক্ষতিকর প্রভাব ফেলে?
ক. বিনোদনমূলক অনুষ্ঠান
খ. শিক্ষামূলক অনুষ্ঠান
গ. সস্তা বিনোদনমূলক অনুষ্ঠান
ঘ. টেলিভিশনের অনুষ্ঠান
৮। স্থানীয়ভাবে গড়ে ওঠা সংগঠনগুলো ব্যক্তির কোনটি বিকাশে সাহায্য করে?
ক. বুদ্ধিবৃত্তি খ. অহংকার
গ. হিংসা ঘ. পরশ্রীকাতরতা
৯। বুদ্ধিবৃত্তি, সুকুমারবৃত্তি ও সৌন্দর্যবোধ ব্যক্তিকে কী হতে সাহায্য করে?
ক. সত্ হতে খ. সহনশীল হতে
গ. উগ্র হতে ঘ. মার্জিত হতে
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
উত্তর
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অধ্যায়-৪: ১২. গ ১৩. খ ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ঘ ২০. ক
অধ্যায়-৫: ১. ক ২. খ ৩. গ ৪. গ ৫. ক ৬. ঘ ৭. গ ৮. ক ৯. খ

বিজ্ঞাপন
মন্তব্য করুন