default-image

ফেব্রুয়ারির গান

প্রশ্ন: প্রদত্ত শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।

সমুদ্দুর, মুগ্ধ, বাহার, প্রতিধ্বনি, মনভোলানো, স্রোতস্বিনীতে

ক. বাংলার সৌন্দর্য দেখে আমি ।

খ. গ্রীষ্মকালে ফলের দেখা যায়।

গ. সাত তেরো নদী পার হওয়া চাট্টিখানি ব্যাপার না।

ঘ. ভেসে চলেছে পালতোলা নৌকা।

ঙ. রংধনুর রঙে আকাশ রঙিন হয়েছে।

চ. সব মানুষের কণ্ঠে একই ।

উত্তর

ক. বাংলার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ।

খ. গ্রীষ্মকালে ফলের বাহার দেখা যায়।

গ. সাত সমুদ্দুর তেরো নদী পার হওয়া চাট্টিখানি ব্যাপার না।

ঘ. স্রোতস্বিনীতে ভেসে চলেছে পালতোলা নৌকা।

ঙ. রংধনুর মনভোলানো রঙে আকাশ রঙিন হয়েছে।

চ. সব মানুষের কণ্ঠে একই প্রতিধ্বনি।

প্রশ্ন: সঠিক উত্তরটি লেখো।

১. মনের কথা কীভাবে বলব?

ক. মায়ের ভাষায় খ. বাবার ভাষায়

গ. দাদার ভাষায় ঘ. মামার ভাষায়

উত্তর: ক. মায়ের ভাষায়

২. পাখির গানে সবার প্রাণ কেমন হয়?

ক. বিরক্ত খ. মুগ্ধ গ. রাগ ঘ. খুশি

উত্তর: ক. মুগ্ধ

৩. নদীর অপর নাম কী?

ক. স্রোতস্বিনী খ. পুকুর গ. সমুদ্র ঘ. খাল

উত্তর: ক. স্রোতস্বিনী

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন