এই দেশ এই মানুষ
প্রশ্ন: দেশকে কেন ভালোবাসতে হবে?
উত্তর: দেশ মানে এর মানুষ, জনপদ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র এই সব। দেশ হলো জননীর মতো। মা যেমন স্নেহ–মমতা ও ভালোবাসা দিয়ে আমাদের আগলে রাখেন, দেশও তেমনই তার আলো, বাতাস আর সম্পদ দিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে। তাই মাকে আমরা যেমন ভালোবাসি, দেশকেও তেমনই ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
প্রশ্ন: নিচের অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন তৈরি করো।
দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়, সমুদ্র—এই সব। দেশ হলো জননীর মতো। মা যেমন আমাদের স্নেহ-মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন, দেশও তেমনই আমাদের বাঁচিয়ে রেখেছে। এ দেশকে আমাদের ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
উত্তর: প্রদত্ত অনুচ্ছেদ অবলম্বনে ৩টি প্রশ্ন সময়ের হিসেবে হলো:
১. ‘দেশ’ মানে কী?
২. দেশকে ভালোবাসতে হবে কেন?
৩. আমাদের জীবন কীভাবে সার্থক হয়ে উঠবে?
সংকল্প
প্রশ্ন: নিচের শব্দগুলোর অর্থ লেখো।
সংকল্প, বদ্ধ, যুগান্তর, দেশান্তর, কিসের নেশায়, বরণ, মরণ-যন্ত্রণা, ডুবুরি, দুঃসাহসী, চন্দ্রলোক, অচিনপুর, ফেড়ে।
উত্তর
প্রদত্ত শব্দ শব্দের অর্থ
সংকল্প প্রতিজ্ঞা, ইচ্ছা
বদ্ধ বন্ধ
যুগান্তর এক যুগ পর আরেক যুগ
দেশান্তর এক দেশ থেকে আরেক দেশ
কিসের নেশায় কী আকর্ষণে, কী উদ্দেশ্যে
বরণ কোনো কিছু সাদরে গ্রহণ
মরণ-যন্ত্রণা মৃত্যুর মতো কঠিন যন্ত্রণা
দুঃসাহসী অত্যধিক সাহসী
চন্দ্রলোক চাঁদের দেশ
অচিনপুর অচেনা জায়গা
ফেড়ে চিরে
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো।
সংকল্প, বদ্ধ, যুগান্তর, কিসের নেশায়, বরণ, মরণ-যন্ত্রণা, ডুবুরি, দুঃসাহসী, চন্দ্রলোক, অচিনপুর, ফেড়ে।
উত্তর
প্রদত্ত শব্দ বাক্য রচনা
সংকল্প ভালো কাজ করার জন্য দৃঢ় সংকল্প থাকা দরকার।
বদ্ধ আলো-বাতাস ঢোকে না, এমন বদ্ধ ঘরে থাকা স্বাস্থ্যকর নয়।
কিসের নেশায় আকমল কিসের নেশায় এমন ছোটাছুটি করছে?
বরণ পয়লা বৈশাখে আমরা বাংলা নতুন বছরকে বরণ করে নিই।
মরণ-যন্ত্রণা যারা সাহসী, তারা মরণ-যন্ত্রণাকে ভয় পায় না।
ডুবুরি ডুবুরি মেঘনা নদীর তলদেশে নিমজ্জিত লঞ্চটি উদ্ধার করেছেন।
দুঃসাহসী দুঃসাহসী মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছেন।
চন্দ্রলোক মানুষ এখন চন্দ্রলোক ছাড়িয়ে মঙ্গল গ্রহেও যাত্রা শুরু করছে।
অচিনপুর দাদু আমাকে অচিনপুরের রাজকন্যার গল্প শুনিয়েছেন।
ফেড়ে কাঠুরে কুড়াল দিয়ে কাঠ ফেড়ে ফেলল।
বাকি অংশ ছাপা হবে আগামীকাল