default-image

ক্রিয়াপদের চলিত রূপ

প্রশ্ন: ছেলেটি সেই ছবি তুলিতেছে।

উত্তর: ছেলেটি সেই ছবি তুলছে।

প্রশ্ন: বাংলাদেশ হইল নদীমাতৃক দেশ

উত্তর: বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ।

প্রশ্ন: একসময় সুন্দরবনে ওল বাঘও দেখিতে পাওয়া যাইত।

উত্তর: একসময় সুন্দরবনে ওল বাঘও দেখতে পাওয়া যেত।

প্রশ্ন: শেয়ালের ওপরই তাই দায়িত্ব পড়িল।

উত্তর: শেয়ালের ওপরই তাই দায়িত্ব পড়ল।

প্রশ্ন: সে কৌশলে বল কাটাইয়া লইয়া যায়।

উত্তর: সে কৌশলে বল কাটিয়ে নিয়ে যায়।

প্রশ্ন: খেলাপাগল সে, খেলিবেই।

উত্তর: খেলাপাগল সে, খেলবেই।

প্রশ্ন: তিনি বারবার অবস্থান পরিবর্তন করিতে থাকিলেন।

উত্তর: তিনি বারবার অবস্থান পরিবর্তন করতে থাকলেন।

প্রশ্ন: তিনি বুঝিতে পারিলেন মৃত্যু আসন্ন।

উত্তর: তিনি বুঝতে পারলেন মৃত্যু আসন্ন।

প্রশ্ন: পাখির গান আমাদের মন কাড়িয়া লয়।

উত্তর: পাখির গান আমাদের মন কেড়ে নেয়

প্রশ্ন: ভাষা আন্দোলনে অনেক অনেক ছাত্র শহীদ হইয়াছে।

উত্তর: ভাষা আন্দোলনে অনেক অনেক ছাত্র শহীদ হয়েছে।

প্রশ্ন: রাখাল দুঃখ পাইলেন।

উত্তর: রাখাল দুঃখ পেলেন।

প্রশ্ন: সুচের যন্ত্রণায় রাজা কষ্ট পাইতেছেন।

উত্তর: সুচের যন্ত্রণায় রাজা কষ্ট পাচ্ছেন।

প্রশ্ন: তৃষ্ণায় মগজের ঘিলু পর্যন্ত শুকাইয়া উঠল।

উত্তর: তৃষ্ণায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল।

প্রশ্ন: জল কোথায় পাইতে পারি?

উত্তর: জল কোথায় পেতে পারি?

প্রশ্ন: মানুষ ঘাসফুল পিষিয়া ফেলিতেছে।

উত্তর: মানুষ ঘাসফুল পিষে ফেলছে।

প্রশ্ন: ফুল ছিঁড়িয়া ফেলিতেছে।

উত্তর: ফুল ছিঁড়ে ফেলছে।

বিজ্ঞাপন

প্রশ্ন: নদীর অন্যদিকে বিশাল চর পড়িতেছে।

উত্তর: নদীর অন্যদিকে বিশাল চর পড়ছে।

প্রশ্ন: গ্রাম আর রাস্তাঘাট ভাঙিতেছে।

উত্তর: গ্রাম আর রাস্তাঘাট ভাঙছে ।

প্রশ্ন: ভাবিলেন আজি নিস্তার নাই।

উত্তর: ভাবলেন, আজ নিস্তার নাই।

প্রশ্ন: দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে।

উত্তর: দেখলাম আমি দাঁড়িয়ে তফাতে।

প্রশ্ন: তাহার কথা শুনিয়া মা হাসিলেন।

উত্তর: তার কথা শুনে মা হাসলেন।

প্রশ্ন: জগদীশ চন্দ্র বসু অনেক গবেষণা করিয়াছেন।

উত্তর: জগদীশ চন্দ্র বসু অনেক গবেষণা করেছেন।

প্রশ্ন: জেলেরা নদীতে মাছ ধরিয়া থাকে।

উত্তর: জেলেরা নদীতে মাছ ধরে থাকে।

প্রশ্ন: নদীর তীরে কাশফুল ফুটিয়া থাকে।

উত্তর: নদীর তীরে কাশফুল ফুটে থাকে।

প্রশ্ন: আমার উপদেশ তাহাদের কাছে পৌঁছাইয়া দিয়ো।

উত্তর: আমার উপদেশ তাহাদের কাছে পৌঁছে দিয়ো।

প্রশ্ন: তোমরা আমার কথা মনোযোগ দিয়া শোন।

উত্তর: তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোন।

প্রশ্ন: গল্পের মজলিশে কথা উঠিল।

উত্তর: গল্পের মজলিশে কথা উঠল।

প্রশ্ন: শাঁ শাঁ করিয়া গাড়ি ছুটিতে লাগিল।

উত্তর: শাঁ শাঁ করে গাড়ি ছুটতে লাগল।

প্রশ্ন: মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করিয়াছে।

উত্তর: মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করেছে।

প্রশ্ন: তিতুমীর তাঁহার শিষ্য হইলেন।

উত্তর: তিতুমীর তাঁর শিষ্য হলেন।

প্রশ্ন: উঠিতেছে তো উঠিতেছেই।

উত্তর: উঠছে তো উঠছেই।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন