default-image

ক্রিয়াপদের চলিত রূপ

প্রশ্ন: গাছের ডালের আড়ালে পাখি ডাকিতেছে।

উত্তর: গাছের ডালের আড়ালে পাখি ডাকছে।

প্রশ্ন: নিলীমা গান গাইতেছে।

উত্তর: নিলীমা গান গাইছে।

প্রশ্ন: আমরা বুদ্ধিজীবীদের চিরদিন স্মরণ করিব।

উত্তর: আমরা বুদ্ধিজীবীদের চিরদিন স্মরণ করব।

প্রশ্ন: বুদ্ধিজীবীরা দেশের জন্য ত্যাগের মহান আদর্শ স্থাপন করিয়া গিয়াছেন।

উত্তর: বুদ্ধিজীবীরা দেশের জন্য ত্যাগের মহান আদর্শ স্থাপন করে গেছেন।

প্রশ্ন: আমরা নিজেদের যোগ্য মানুষ রূপে গড়িয়া তুলব।

উত্তর: আমরা নিজেদের যোগ্য মানুষ রূপে গড়ে তুলব।

প্রশ্ন: ১৯৭১ সালে দেশবাসীকে এক মরণপণ যুদ্ধ করিতে হয়েছিল।

উত্তর: ১৯৭১ সালে দেশবাসীকে এক মরণপণ যুদ্ধ করতে হয়েছিল।

প্রশ্ন: আমাদের ছোট খোকা এখন ঘুমাইতেছেন।

উত্তর: আমাদের ছোট খোকা এখন ঘুমোচ্ছেন।

প্রশ্ন: আমরা বাংলাদেশে জন্মিয়াছি।

উত্তর: আমরা বাংলাদেশে জন্মেছি।

প্রশ্ন: ক্ষুদ্র জাতিগোষ্ঠির লোকজনের রহিয়াছে নিজ নিজ ভাষা।

উত্তর: ক্ষুদ্র জাতিগোষ্ঠির লোকজনের রয়েছে নিজ নিজ ভাষা।

প্রশ্ন: আমরা বড়দের শ্রদ্ধা করিব।

উত্তর: আমরা বড়দের শ্রদ্ধা করব।

প্রশ্ন: কৃষক ফসল ফলাইবেন।

উত্তর: কৃষক ফসল ফলাবেন।

প্রশ্ন: ঐশি আমার মনের কথা বলিয়াছে।

উত্তর: ঐশি আমার মনের কথা বলেছে।

প্রশ্ন: অহনার জামাকাপড়ের বাহারে চোখ জুড়াইয়া যায়।

উত্তর: অহনার জামাকাপড়ের বাহারে চোখ জুড়িয়ে যায়।

বিজ্ঞাপন

প্রশ্ন: পাখির সুর আমাদের মুগ্ধ করিয়া তোলে।

উত্তর: পাখির সুর আমাদের মুগ্ধ করে তোলে।

প্রশ্ন: রংধনুর মনভোলানো রং এ আকাশ রঙিন হইয়াছে।

উত্তর: রংধনুর মনভোলানো রং এ আকাশ রঙিন হয়েছে।

প্রশ্ন: দীপা ভাত খাইতেছে।

উত্তর: দীপা ভাত খাচ্ছে।

প্রশ্ন: বাবা সকালে হাঁটতে যাইতেন।

উত্তর: বাবা সকালে হাঁটতে যেতেন।

প্রশ্ন: ফারিয়ার জন্য টুকটুকে জামা কিনিয়া আনিব।

উত্তর: ফারিয়ার জন্য টুকটুকে জামা কিনে আনব।

প্রশ্ন: মাঠের পর মাঠ চলিয়া গিয়াছে।

উত্তর: মাঠের পর মাঠ চলে গেছে।

প্রশ্ন: দু’টি গ্রামের লোক মিলিয়ামিশিয়া আছে।

উত্তর: দু’টি গ্রামের লোক মিলেমিশে আছে।

প্রশ্ন: মালেক নদীতে বড়শি দিয়ে মাছ ধরিতেছে।

উত্তর: মালেক নদীতে বড়শি দিয়ে মাছ ধরছে।

প্রশ্ন: বাঁশবাগানে পাখিদের মেলা বসিয়াছে।

উত্তর: বাঁশবাগানে পাখিদের মেলা বসেছে।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন