কাবুলিওয়ালা
১৪. কাবুলিওয়ালার মাথায় কী ছিল?
ক. রুমাল খ. পাগড়ি
গ. ঢিলা কাপড় ঘ. চাদর
১৫. কাবুলিওয়ালা কার পদতলে বসে কথা শুনছে?
ক. মিনির চাচার খ. মিনির মায়ের
গ. মিনির ঘ. মিনির বাবার
১৬. মিনি কিসের ওপর বসে অনর্গল কথা বলছে?
ক. চেয়ারের ওপর খ. চৌকির ওপর
গ. টেবিলের ওপর ঘ. বেঞ্চির ওপর
১৭. কাল সন্ধ্যায় কে জেল থেকে খালাস পেয়েছে?
ক. চৌকিদার খ. লেখক
গ. পাহারাদার ঘ. কাবুলিওয়ালা
১৮. মিনি কাবুলিওয়ালাকে কী নামে সম্বোধন করত?
ক. জ্যাঠা খ. কাবুলিওয়ালা ও কাবুলিওয়ালা
গ. মা ঘ. কাকা
১৯. ‘কাবুলিওয়ালা’ গল্পে দুটি বন্ধু কারা?
ক. মিনি ও প্রতিবেশী
খ. মিনি ও মিনির মা
গ. মিনি ও কাবুলিওয়ালা
ঘ. মিনি ও কথক
২০. সাংঘাতিক আঘাত করার অপরাধে রহমতের কী হলো?
ক. মৃত্যুদণ্ড খ. নির্বাসন
গ. কারাদণ্ড ঘ. অর্থদণ্ড
২১. মিনির বিবাহের কারণে ঘরে কী বাজছে?
ক. বাঁশি বাজছে খ. হারমোনিয়াম
গ. সানাই বাজছে ঘ. ঢোল বাজছে
২২. কার মঙ্গলচিন্তা সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা?
ক. নাতনির খ. সন্তানের শ্বশুরালয়ের
গ. নাতির ঘ. সন্তানের
২৩. মিনি কোথায় আগডুম-বাগডুম খেলা করত?
ক. ঘরের কোনায় খ. ঘরের মধ্যে
গ. টেবিলের পাশে ঘ. চৌকির পাশে
২৪. অতীতে কোন শহরের লোক নানা কাজ নিয়ে এ দেশে যাতায়াত করত?
ক. কাবুলের খ. বাগদাদের
গ. ইসলামাবাদের ঘ. দিল্লির
২৫. ‘অনর্গল’ শব্দের অর্থ কী?
ক. দ্রুত খ. তাড়াতাড়ি
গ. অনবরত ঘ. বারবার
২৬. আফগানিস্তানের রাজধানীর নাম কী?
ক. বাগদাদ খ. নয়াদিল্লি
গ. কাবুল ঘ. রেঙ্গুন
২৭. কাবুলিওয়ালা কর্তৃক ‘খুকি’ শব্দের অশুদ্ধ উচ্চারণ কোনটি?
ক. খুখি খ. খোখী
গ. খোখি ঘ. খোঁকি
সঠিক উত্তর
কাবুলিওয়ালা: ১৪. খ ১৫. গ ১৬. ঘ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. গ ২১. গ ২২. ঘ ২৩. গ ২৪. ক ২৫. গ ২৬. গ ২৭. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল