কাবুলিওয়ালা
২৮. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বের সব পিতার কী উন্মোচন করেছেন?
ক. পিতৃত্বের সর্বজনীন ও চিরন্তন রূপ
খ. মঙ্গলচিন্তা
গ. সম্প্রীতি
ঘ. স্নেহপ্রীতি
২৯. সব পিতারই সহজাত আকাঙ্ক্ষা কী?
ক. সন্তানের বর্তমান চিন্তা
খ. সন্তানের ভবিষ্যৎ চিন্তা
গ. সন্তানের বিয়ের চিন্তা
ঘ. সন্তানের মঙ্গল চিন্তা
৩০. ‘কাবুলিওয়ালা’ গল্পের কথক মিনিকে অন্তপুর থেকে ডেকে আনলেন কেন?
ক. কাবুলিওয়ালার সঙ্গে সাক্ষাতের জন্য
খ. অমূলক ভয় দূর করার জন্য
গ. খোবানি খাওয়ার জন্য
ঘ. কিশমিশ খাওয়ার জন্য
৩১. রহমত প্রতিবেশী লোককে অশ্রাব্য গালি দেয় কেন?
ক. ভিনদেশি হওয়ায়
খ. সহানুভূতিশীল হওয়ায়
গ. শঙ্কিত থাকায়
ঘ. সন্দেহ হওয়ায়
লখার একুশে
১. লখা কখন তার খিদের কষ্ট ভুলে যায়?
ক. ঘুমুতে গেলে
খ. মাকে কাছে পেলে
গ. খেলার সঙ্গী পেলে
ঘ. প্রভাতফেরির গান শুনলে
২. লখাকে চোখ-কান বুজে দৌড় শুরু করতে হলো কেন?
ক. সে ভয় পেয়েছিল
খ. বাইরে অন্ধকার ছিল
গ. তাকে ফুল আনতে হবে বলে
ঘ. মায়ের কাছে ফিরে যেতে হবে
৩. লখার গায়ের রং কেমন ছিল?
ক. শ্যামলা খ. ফরসা
গ. গাঢ় কালো ঘ. কালো
৪. লখার বুক কিসে ফুলে উঠল?
ক. কষ্টে খ. কাঁটার আঘাতে
গ. আনন্দে ঘ. গর্বে
৫. কে সবকিছু বুঝলেও ভাষায় প্রকাশ করতে পারত না?
ক. লখা খ. লখার মা
গ. সোনাই ঘ. লখার বন্ধু
৬. লখা জন্ম থেকেই কী ছিল?
ক. বোবা খ. পঙ্গু
গ. অন্ধ ঘ. কালা
৭. লখার একুশে গল্পটিতে ‘লক্ষ্মীসোনারা’ বলে কাদের সম্বোধন করা হয়েছে?
ক. ভাষাশহীদদের
খ. থোকা থোকা ফুলগুলোকে
গ. লখার বন্ধুদের
ঘ. লখাকে
৮. শিশিরে ভিজে খুক খুক করে কে কাশছিল?
ক. লখা
খ. লখার বন্ধু
গ. প্রভাতফেরির লোকজন
ঘ. লখার মা
৯. লখা কিসের জন্য গাছের মগডালে উঠেছিল?
ক. ছালের জন্য
খ. লাকড়ির জন্য
গ. ফুলের জন্য
ঘ. ফলের জন্য
সঠিক উত্তর
কাবুলিওয়ালা: ২৮. ক ২৯. ঘ ৩০. খ ৩১. গ
লখার একুশে: ১. খ ২. গ ৩. গ ৪. ঘ ৫. ক ৬. ক ৭. খ ৮. ক ৯. গ
খন্দকার আতিক, িশক্ষক
উইল্স লিট্ল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা