লখার একুশে
১০. লখা ফুল নিয়ে প্রভাতফেরির সঙ্গে কোথায় যাচ্ছিল?
ক. স্মৃতিসৌধে
খ. সোহরাওয়ার্দী উদ্যানে
গ. জাদুঘরে
ঘ. শহিদ মিনারে
১১. কী দেখলে লখার বুক কেঁপে ওঠে ভয়ে?
ক. ছায়া খ. শিয়াল
গ. অন্ধকার ঘ. মূর্তি
১২. লখা ভোররাতে কার পাশ হতে উঠে পড়ল?
ক. বোনের খ. ভাইয়ের
গ. মায়ের ঘ. বাবার
১৩. লখার মা কেমন করে ঘুমাচ্ছিলেন?
ক. চোখ বন্ধ করে খ. কোছ খোলা রেখে
গ. চিত হয়ে ঘ. মুখ হা করে
১৪. কার গায়ে জ্বর উঠে বুকে কাশি বসে যায়?
ক. মিছিলের জনতার খ. লখার বাবার
গ. লখার মায়ের ঘ. লখার
১৫. রাতে হিম লেগে বরফের মতো ঠান্ডা হয় কী?
ক. লখার বালিশ খ. লখার শরীর
গ. লখার কাপড় ঘ. লখার বিছানা
১৬. লখা কোথায় ঘুমায়?
ক. রেললাইনে খ. খাদে
গ. ফুটপাতে ঘ. বস্তিতে
১৭. প্যান্ট আধাখসা অবস্থায় লখা কী করল?
ক. গাছে উঠছিল খ. পড়ে গিয়েছিল
গ. হাঁটতে লাগল ঘ. দৌড়াতে লাগল
১৮. লখার বিছানা কেমন?
ক. শানের খ. কঠিন শানের
গ. কাঠের ঘ. পাথরের
১৯. লখার দিন কাটে কী কাজ করে?
ক. কাগজ পুড়িয়ে খ. কাগজ কুড়িয়ে
গ. খেলাধুলা করে ঘ. পড়াশোনা করে
২০. রাতে লখা মায়ের পাশে শুয়ে িকসের কষ্ট ভুলে যায়?
ক. পিপাসার খ. ক্ষুধার
গ. গরমের ঘ. শীতের
২১. লখা মনে মনে কী বলে?
ক. অ, আ খ. অ, আ, র, ল
গ. অ, আ, চ, ছ ঘ. অ, আ, ক, খ
২২. প্রভাতফেরিতে লখার হাতে কী ছিল?
ক. কলম খ. ঢোল
গ. ফুলের তোড়া ঘ. ফুল
২৩. লখার হাত উপচে কী পড়ছিল?
ক. ফুলের তোড়া খ. গাঁদা ফুলের মালা
গ. লাল লাল ফুল ঘ. রক্তলাল ফুলের গুচ্ছ
২৪. ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’—গানটির সুরকার কে?
ক. আব্দুল লতিফ
খ. আবদুল গাফ্ফার চৌধুরী
গ. আলতাফ মাহমুদ
ঘ. আপেল মাহমুদ
২৫. ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি পুলিশ কোথায় গুলি চালায়?
ক. বিভিন্ন বাড়িতে খ. রাস্তায়
গ. গািড়র ওপর ঘ. ছাত্রদের মিছিলে
২৬. বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে ব্যবহার করার দাবিতে প্রথম আন্দোলন হয় কত সালে?
ক. ১৯৪৮ খ. ১৯৪৯
গ. ১৯৫০ ঘ. ১৯৫১
২৭. ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পায়
কত সালে?
ক. ১৯৪৮ খ. ১৯৪৯
গ. ১৯৫০ ঘ. ১৯৫২
সঠিক উত্তর
লখার একুশে: ১০. ঘ ১১. ক ১২. গ ১৩. ঘ ১৪. ঘ ১৫. ঘ ১৬. গ ১৭. ঘ ১৮. খ ১৯. খ ২০. খ ২১. ঘ ২২. ঘ ২৩. ঘ ২৪. গ ২৫. ঘ ২৬. ক ২৭. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল