বাংলা | বহুনির্বাচনি প্রশ্ন

সবার আমি ছাত্র

১৪. কবি সুনির্মল বসুর মতে পাঠশালা কোথায়?

ক. বিশ্বজোড়া খ. ইরান

গ. চীন ঘ. দিল্লি

১৫. ‘সবার আমি ছাত্র’ কবিতায় এই পৃথিবীর খাতা কেমন?

ক. গোলাকার খ. মাঝারি

গ. বিরাট ঘ. ছোট

১৬. ‘মন্ত্রণা’ শব্দের অর্থ কী?

ক. প্রেরণা খ. মন ভুলানো

গ. যন্ত্র ঘ. মন্ত্র

১৭. ‘শ্যাম বনানী’ শব্দের অর্থ কী?

ক. শ্যামের বাড়ি

খ. ফুলের বাগান

গ. সবুজ বন

ঘ. কালো বন

১৮. ‘সবার আমি ছাত্র’ কবিতায় মানুষ কিসের ওপর নির্ভরশীল?

ক. প্রকৃতি খ. আকাশ

গ. নদী ঘ. পানি

১৯. মানবিক ও নৈতিক শিক্ষা লাভে সবচেয়ে বড় সহায়ক শক্তি কী?

ক. চাঁদ খ. ঝরনা

গ. উদারতা ঘ. প্রকৃতি

২০. আমাদের কর্ম প্রেরণার বড় উৎস কী?

ক. সাগরের ঢেউ খ. সূর্যের তেজ

গ. নিরন্তর বায়ুপ্রবাহ

ঘ. বেগবান নদী

২১. আত্মত্যাগের বড় উদাহরণ কোনটি?

ক. সাগর খ. সূর্য

গ. পাহাড় ঘ. মাটি

২২. পাহাড়ের উচ্চতা আমাদের কী শেখাতে উৎসাহ জোগায়?

ক. সাহসিকতা খ. মহানুভবতা

গ. উদারতা ঘ. বিশালতা

২৩. সূর্য তার নিজের আলো দিয়ে সবাইকে কী করে?

ক. উজ্জ্বল খ. আলোকিত

গ. উৎসাহী ঘ. উপকার

২৪. কেমন বন আমাদের মন কে সজীব রাখে?

ক. চিরহরিৎ বন খ. পাহাড়ি বন

গ. ঘন বন ঘ. সবুজ বন

২৫. সাগর তার বুকে কী ধারণা করে?

ক. প্রাকৃতিক সম্পদ

খ. বিশাল রত্নভান্ডার

গ. অগণিত মাছ

ঘ. ঊর্মিমালা

২৬. নদীর কাছ থেকে আমরা কী শিক্ষা পাই?

ক. সহিষ্ণুতা খ. উদারতা

গ. চঞ্চলতা ঘ. গতিশীলতা

২৭. মনকে ভেতর থেকে কে চলমান রাখতে সাহায্য করে?

ক. পাহাড় খ. ঝরনা

গ. সাগর ঘ. নদী

সঠিক উত্তর

সবার আমি ছাত্র: ১৪. ক ১৫. গ ১৬. ক ১৭. গ ১৮. ক ১৯. ঘ ২০. গ ২১. খ ২২. গ ২৩. খ ২৪. ঘ ২৫. খ ২৬. গ ২৭. গ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


আমিনুল ইসলাম, প্রভাষক
উত্তরা মডেল স্কুল, ঢাকা