default-image

অতিথির স্মৃতি

২১. ফোলা পায়ের লজ্জা ঢাকতে কারা যত্নশীল?

ক. পীড়িত মেয়েরা খ. মধ্যবিত্তের বউরা

গ. বাতব্যাধিগ্রস্তরা ঘ. বেরিবেরির রোগীরা

২২. পাখি চালান দেওয়া ব্যবসা কাদের?

ক. পাখিপ্রেমিকের খ. চিকিৎসকের

গ. পীড়িতদের ঘ. ব্যাধের

২৩. খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত কে?

ক. মালিনী খ. অতিথি

গ. চাকর ঘ. লেখক

২৪. ‘কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি’— কোন মেয়েটির?

ক. মালিনীর খ. পান্ডুর রোগীর

গ. বাতব্যাধিগ্রস্তের ঘ. পা ফোলা রোগীর

২৫. মধ্যবিত্ত গৃহস্থের ঘরে পীড়িতদের মধ্যে কার সংখ্যা ঢের বেশি?

ক. মেয়েদের খ. পুরুষদের

গ. চিকিৎসকের ঘ. চাকরদের

২৬. কে আলো নিয়ে উপস্থিত হয়েছিল?

ক. অতিথি খ. চাকর

গ. মালিনী ঘ. বামুন

২৭. বেনে-বৌ পাখি দুটোর রং কেমন?

ক. সবুজ খ. বেগুনি

গ. কমলা ঘ. হলদে

২৮. শরীর খারাপ হলে লেখক কয়দিন নিচে নামতে পারলেন না?

ক. এক দিন খ. দুই দিন

গ. তিন দিন ঘ. চার দিন

২৯. চাকরদের দরদ কার পরেই বেশি?

ক. মালিনী খ. মালী

গ. অতিথি ঘ. বামুনঠাকুর

৩০. সহসা খোলা দোর দিয়ে সিঁড়ির উপর কার ছায়া পড়ল?

ক. কুকুরের খ. মালিনীর

গ. চাকরের ঘ. চিকিৎসকের

৩১. ‘কৌতুহলী লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চায়’-এখানে ‘বিকৃতিটা’ বলতে কী বোঝানো হয়েছে?

ক. পা খ. ফোলা পা

গ. রক্তহীন দেহ ঘ. বাতব্যাধিগ্রস্ত

বিজ্ঞাপন

৩২. বাতব্যাধিগ্রস্তদের সন্ধ্যার পূর্বেই ঘরে প্রবেশ করা প্রয়োজন ছিল কেন?

ক. অন্ধকারে চলতে অসুবিধা হওয়ায়

খ. দ্রুত হাঁটতে না পারায়

গ. ক্ষুধা আহরণের কাজ শেষ হওয়ায়

ঘ. তাদের ঘর অনেক দূরে বলে

৩৩. কোন কাজে চাকরদেরও সায় ছিল?

ক. ফেলনা খাবারগুলো কুকুরকে দিতে

খ. কুকুরটিকে মেরেধরে বের করে দিতে

গ. ঘরের দরজা খুলে রাখতে

ঘ. অতিথিকে ভালোভাবে খাওয়াতে

৩৪. ‘অতিথির স্মৃতি’ গল্পের মূল বিষয় কী?

ক. তুচ্ছের প্রতি সহানুভূতি

খ. ইতরের প্রতি নিষ্ঠুরতা

গ. চিকিৎসকের আদেশে বায়ু বদল

ঘ. ক্ষুদ্রের প্রতি ঘৃণা

৩৫. মালিনী কুকুরটিকে তাড়িয়েছিল কেন?

ক. কুকুরটি দেখতে বিশ্রী বলে

খ. থাকার স্থান কম পড়ার আশঙ্কায়

গ. অতিথির মর্যাদা ক্ষুণ্ন হওয়ায়

ঘ. মালিনীর খাবারে ভাগ বসানোয়

সঠিক উত্তর

অতিথির স্মৃতি: ২১. ঘ ২২. ঘ ২৩. ক ২৪. খ ২৫. ক ২৬. খ ২৭. ঘ ২৮. খ ২৯. ক ৩০. ক ৩১. খ ৩২. ক ৩৩. খ ৩৪. ক ৩৫. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন