প্রবাস বন্ধু
১৩. কী কী রাঁধতে জানো? আব্দুর রহমান যা যা রাঁধতে পারে—
i. পোলাও ii. কোর্মা
iii. কাবাব
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ i ও iii
গ.ii ও iii ঘ i, ii ও iii
১৪. বাগেবালার বরফি আঙুর তামাম আফগানিস্তানে মশহুর। মশহুর অর্থ কী?
ক. পরিচিত খ. বিখ্যাত
গ. প্রয়োজনীয় ঘ. উদ্দেশ্য
১৫. পানশির কোথায়?
ক. পশ্চিম আফগানিস্তান
খ. দক্ষিণ আফগানিস্তান
গ. পূর্ব আফগানিস্তান
ঘ. উত্তর আফগানিস্তান
মমতাদি
১. ‘মমতাদি’ গল্পে কোন ঋতুর উল্লেখ আছে?
ক. গ্রীষ্ম খ. বর্ষা
গ. শীত ঘ. বসন্ত
২. ‘মমতাদি’ গল্পটি দিনের কোন সময়ে শুরু হয়েছে?
ক. সকালে খ. দুপুরে
গ. বিকেলে ঘ. সন্ধ্যায়
৩. মমতাদি প্রাণপণ চেষ্টায় কী জয় করেছেন?
ক. মন খ. বিশ্ব
গ. স্বপ্ন ঘ. সংকোচ
৪. কত দিন হয় মমতাদির স্বামীর চাকরি নেই?
ক. বিশ দিন খ. দুই মাস
গ. তিন মাস ঘ. চার মাস
সঠিক উত্তর
প্রবাস বন্ধু: ১৩. ঘ ১৪. খ ১৫. ঘ
মমতাদি: ১. গ ২. ক ৩. ঘ ৪. ঘ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. সুজাউদ দৌলা, সহকারী অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা