default-image

উপন্যাস: কাকতাড়ুয়া

১. উপন্যাস কী?

ক. একধরনের সৃষ্টিশীল রচনা

খ. একধরনের কাল্পনিক রচনা

গ. একধরনের বাস্তবিক রচনা

ঘ. একধরনের সামাজিক রচনা

২. ‘InSearch of Lost Time’ উপন্যাসের শব্দসংখ্যা কত?

ক. পঁচিশ হাজার

খ. বারো লাখের মতো

গ. প্রায় চৌদ্দ লাখ

ঘ. প্রায় পনেরো লাখ

৩. নিচের কোনটি উপন্যাসের সবকিছুকে নিয়ন্ত্রণ করে?

ক. কাহিনি

খ. চরিত্র

গ. সংলাপ

ঘ. লেখকের জীবনদর্শন

৪. উপন্যাসের প্রধান উপাদান—

i. কাহিনি ii. গল্প iii. চরিত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৫. ‘দুর্গেশ নন্দিনী’ উপন্যাসটি কত সালে প্রকাশিত হয়েছিল?

ক. ১৮৬০ সালে খ. ১৮৬১ সালে

গ. ১৮৬৪ সালে ঘ. ১৮৬৫ সালে

৬. সেলিনা হোসেনের ‘হাঙর নদী গ্রেনেড’ কোন ধরনের উপন্যাস?

ক. আঞ্চলিক খ. ঐতিহাসিক

গ. মুক্তিযুদ্ধভিত্তিক ঘ. দার্শনিক

৭. ঐতিহাসিক ও মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস—

i. পদ্মা মেঘনা যমুনা

ii. আলম নগরের উপকথা

iii. গায়ত্রী সন্ধ্যা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

কাকতাড়ুয়া: ১. ক ২. খ ৩. ঘ ৪. ক ৫. ঘ ৬. গ ৭. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন