শিক্ষা ও মনুষ্যত্ব
১১. শিক্ষা আমাদের কী শেখায়?
ক. কঠোর হতে খ. পরিশ্রম করতে
গ. নৈতিক হতে
ঘ. জীবনকে উপভোগ করতে
১২. জীবসত্তার ঘর থেকে মানবসত্তার ঘরে ওঠার উপায় কোনটি?
ক. শিক্ষা খ. অর্থ
গ. সম্পদ ঘ. সুনাম
১৩. শিক্ষা আমাদের কোন সত্তার ঘরে নিয়ে যেতে পারে?
ক. জীবসত্তার খ. মানবসত্তার
গ. স্বাধীনসত্তার ঘ. অধীনসত্তার
উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
দরিদ্র বাবার অনেক কষ্টে উপার্জিত টাকা দিয়ে পড়ালেখা শেষ করেছে আবিদ। আজ সে প্রকৌশলী হিসেবে সমাজে বেশ পরিচিত। দরিদ্র বাবার কষ্টকে সে মনে রেখেছে, তাই সে অর্থ উপার্জনের পাশাপাশি জীবনের অনুভূতি ও কল্পনার রস আস্বাদনেও ব্যস্ত।
১৪. ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের লেখকের মতে আবিদের মধ্যে শিক্ষার কোন দিকটি বড় হয়ে উঠেছে?
ক. উপকারের খ. মনোরঞ্জনের
গ. প্রয়োজনের ঘ. অপ্রয়োজনের
১৫. উক্ত দিক আমাদের শেখায়—
i. অর্থ উপার্জন করতে
ii. জীবনকে উপভোগ করতে
iii. জীবনের রস আস্বাদন করতে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
শিক্ষা ও মনুষ্যত্ব: ১১. ঘ ১২. ক ১৩. খ ১৪. গ ১৫. ঘ
মোস্তাফিজুর রহমান, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা