default-image

মানবধর্ম

নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।

সমির আলী গ্রামের মাতব্বর। তিনি পুকুর থেকে কাউকে পানি নিতে দেন না। সেখানে কাউকে গোসলও করতে দেন না। ফলে গ্রামের মানুষকে অনেক কষ্ট সহ্য করতে হয়।

১৬. উদ্দীপকের সমির আলী মানবধর্ম কবিতার কোন বিষয়টি সমর্থন করেন?

ক. ধর্মভেদ খ. জাতভেদ

গ. সুযোগসন্ধানী ঘ. নিষ্ঠুরতা

১৭. উদ্দীপকের মানুষদের কষ্টের কারণ মানবধর্ম কবিতার আলোকে যেভাবে ব্যাখ্যা করা যায়—

i. জাতবিভেদের প্রশ্ন

ii. ধর্মগত সমর্থন

iii. ধনী ও দরিদ্রের পার্থক্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৮. লালন শাহ কার শিষ্য ছিলেন?

ক. ফকির সাঁই খ. সিরাজ সাঁই

গ. সাধক সাঁই ঘ. মরমি সাঁই

১৯. গলায় মালা পরে কারা?

ক. হিন্দু খ. বৌদ্ধ

গ. মুসলমান ঘ. খ্রিষ্টান

২০. যাওয়া কিংবা আসার বেলায় জাতের কী রয় না?

ক. আকার খ. চিহ্ন

গ. স্বরূপ ঘ. গর্ব

বিজ্ঞাপন

২১. লালন শাহের কোন জিনিসটি নিয়ে মতান্তর আছে?

ক. জন্ম খ. মৃত্যু

গ. ধর্ম ঘ. বর্ণ

২২. ‘জেতের’ শব্দের অর্থ কী?

ক. জাত বেজাতের খ. জাতের

গ. জাতীয়তা ঘ. জাতীয় স্বপ্ন

২৩. ধর্মীয় শাস্ত্র থেকে অর্জিত বিশেষ জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা ও উপলব্ধির মিলনে লালন শাহ নতুন কী প্রচার করেন?

ক. দর্শন খ. সাধন

গ. মানবতা ঘ. চিন্তা

২৪. লালন শাহ কীরূপ মরমি কবি?

ক. সাম্প্রদায়িক

খ. মানবতাবাদী

গ. ধর্ম ও গোত্রে বিশ্বাসী

ঘ. দর্শনশাস্ত্রীয়

২৫. ‘জল’ কী অনুসারে ভিন্ন জানায়?

ক. কুয়ো অনুসারে

খ. গঙ্গা অনুসারে

গ. পাত্র অনুসারে

ঘ. চিহ্ন অনুসারে

২৬. লালন ‘জেতের ফাতা’ কোথায় বিকিয়েছেন?

ক. হাটবাজারে খ. সাত-বাজারে

গ. জগৎ-সংসারে ঘ. যাওয়া-আসায়

সঠিক উত্তর

মানবধর্ম: ১৬. খ ১৭. ঘ ১৮. খ ১৯. গ ২০. খ ২১. ক ২২. খ ২৩. ক ২৪. খ ২৫. গ ২৬. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন