default-image

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো

৯. ‘কে রোধে তাঁহার বজ্রকণ্ঠ বাণী?’— উদ্ধৃতিতে কার কথা বলা হয়েছে?

ক. কাজী নজরুল ইসলাম

খ. রবীন্দ্রনাথ ঠাকুর

গ. মাওলানা আবদুল হামিদ খান ভাসানী

ঘ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

১০. শিশুপার্কের দোলনা কেমন?

ক. কালো খ. সাদা

গ. হলুদ ঘ. রঙিন

১১. সাধারণ মানুষের প্রতীক্ষা কার জন্য?

ক. কবির জন্য

খ. নায়কের জন্য

গ. শিল্পীর জন্য

ঘ. গায়কের জন্য

বিজ্ঞাপন

১২. মধ্যবিত্তের হাতে সেদিন ছিল মৃত্যু আর চোখে কী ছিল?

ক. ঝিলিক খ. স্বপ্ন

গ. বাসনা ঘ. ঈর্ষা

১৩. কপালে, কবজিতে লালসালু বাঁধা ছিল কাদের?

ক. কৃষকদের খ. ছাত্রদের

গ. শ্রমিকদের ঘ. মজুরদের

১৪. উদ্যত শব্দটির অর্থ কী?

ক. উপযুক্ত খ. অপ্রস্তুত

গ. বিনীত ঘ. প্রবৃত্ত

১৫. ‘বিমুখ প্রান্তরে’ অর্থ কী?

ক. বিরুদ্ধ পরিস্থিতির মধ্যে

খ. বিরুদ্ধ পরিবেশের মাঠে

গ. প্রতিকূল পরিবেশের বাইরে

ঘ. মেঘলা পরিবেশের আকাশে

সঠিক উত্তর

স্বাধীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো: ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন