default-image

লালসালু

৩৪. ‘দশ কথায় রা নেই, রক্তে রাগ নেই’— উক্তিটিতে রহিমা চরিত্রের কোন বিষয়টি ফুটে উঠেছে?

ক. শান্ত নিরীহ ভাব

খ. অভিমানী ভাব

গ. কর্তব্যহীনতা

ঘ. স্বামীর প্রতি আনুগত্য

৩৫. ‘আসলে সে ঠান্ডা ভীতু মানুষ’।—কার কথা বলা হয়েছে?

ক. জামিলা খ. মজিদ

গ. রহিমা ঘ. ব্যাপারী

৩৬. মহব্বতনগরের সামাজিক নেতৃত্ব কার হাতে ছিল?

ক. মজিদের

খ. খালেক ব্যাপারীর

গ. আক্কাস আলির

ঘ. মোদাচ্ছের পিরের

৩৭. ‘লালসালু’ উপন্যাসে মাঠের ধান নষ্ট হয়ে যায় কেন?

ক. ঝোড়ো বৃষ্টি হলে

খ. ঘন বৃষ্টি হলে

গ. শিলাবৃষ্টি হলে

ঘ. কালবৈশাখীতে

৩৮. ‘বেগানা’ শব্দের অর্থ কী?

ক. অনাত্মীয় খ. বেপর্দা

গ. আত্মীয় ঘ. পর্দানশীল

৩৯. উপন্যাসের বর্ণনায় ‘লালসালু’ উপন্যাসে মহব্বতনগরে নবাগত লোকটির কোটরাগত চোখে কী ছিল?

ক. ক্ষোভ খ. আগুন

গ. রাগ

ঘ. প্রতিহিংসার আগুন

বিজ্ঞাপন

৪০. তাহের-কাদেরের বাপ নিরুদ্দেশ হয়েছিল কেন?

ক. অপমানের কারণে

খ. স্ত্রীর সঙ্গে ঝগড়া করে

গ. মনের বৈরাগ্যে

ঘ. দারিদ্র্যের কারণে

৪১. ‘লালসালু’ উপন্যাসে উল্লিখিত হাসপাতালটি কোথায় অবস্থিত?

ক. মতিগঞ্জে খ. করিমগঞ্জে

গ. মহব্বতনগরে ঘ. আওয়ালপুরে

৪২. ‘লালসালু’ উপন্যাসে কে দেশান্তর হয়?

ক. মজিদ খ. খালেক ব্যাপারী

গ. আমেনা বিবি ঘ. তাহেরের বাপ

৪৩. ‘লালসালু’ উপন্যাসে ঘুমকাতুর

স্বভাবের কে?

ক. জমিলা খ. রহিমা

গ. আমেনা ঘ. ভানু বিবি

৪৪. জমিলার বিদ্রোহের উৎস কোনটি?

ক. সরলতা খ. কপটতা

গ. ভীরুতা ঘ. সহজ প্রাণধর্ম

সঠিক উত্তর

লালসালু: ৩৪. ঘ ৩৫. গ ৩৬. খ ৩৭. গ ৩৮. ক ৩৯. খ ৪০. ক ৪১. খ ৪২. ঘ ৪৩. ক ৪৪. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন