default-image

পদাশ্রিত নির্দেশক

১. পদাশ্রিত নির্দেশক সাধারণত পদের কোথায় বসে?

ক. প্রথমে খ. মাঝে

গ. শেষে ঘ. কোথাও না

২. পদাশ্রিত নির্দেশকের অপর নাম কী?

ক. অনন্বয়ী অব্যয়

খ. পদাশ্রিত অব্যয়

গ. পদান্বয়ী অব্যয়

ঘ. সমুচ্চয়ী অব্যয়

৩. যে প্রত্যয় কোনো পদের নির্দিষ্টতা বোঝায়, তাকে কী বলে?

ক. সংখ্যা

খ. পদাশ্রিত নির্দেশক

গ. লিঙ্গ

ঘ. উপসর্গ

বিজ্ঞাপন

৪. পদাশ্রিত নির্দেশক কিসের নির্দিষ্টতা জ্ঞাপন করে?

ক. বচনের খ. ব্যক্তি বা বস্তুর

গ. সংখ্যার ঘ. পদের

৫. বাংলায় পদাশ্রিত নির্দেশক ইংরেিজ কোন Definite article এর স্থানীয়?

ক. A এর খ. An এর

গ. The এর ঘ. A, An ও The এর

৬. কিসের পরে টা, টি যুক্ত হলে তা সুনির্দিষ্ট হয়ে যায়?

ক. উপসর্গের খ. নির্দেশক সর্বনামের

গ. বচনের ঘ. বাক্যের

৭. কী ভেদে পদাশ্রিত নির্দেশকেরও বিভিন্নতা প্রযুক্ত হয়?

ক. বচনভেদে খ. লিঙ্গভেদে

গ. অর্থভেদে ঘ. কারকভেদে

সঠিক উত্তর

পদাশ্রিত নির্দেশক: ১. গ ২. খ ৩. খ ৪. খ

৫. গ ৬. খ ৭. ক

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন