default-image

সমাস

৯. ব্যাসবাক্যের অপর নাম কী?

ক. বিগ্রহবাক্য খ. যৌগিক বাক্য

গ. সরল বাক্য ঘ. জটিল বাক্য

১০. সমস্তপদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম কী?

ক. সরল বাক্য বা মিশ্র বাক্য

খ. মিশ্র বাক্য বা জটিল বাক্য

গ. সরল বাক্য বা জটিল বাক্য

ঘ. ব্যাসবাক্য বা বিগ্রহবাক্য

১১. দ্বিগু সমাসকে কোন সমাসের অন্তর্ভুক্ত বলে মন্তব্য করা হয়?

ক. দ্বন্দ্ব সমাসের খ. কর্মধারয় সমাসের

গ. তত্পুরুষ সমাসের ঘ. বহুব্রীহি সমাসের

বিজ্ঞাপন

১২. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন?

ক. তত্পুরুষ খ. দ্বন্দ্ব

গ. কর্মধারয় ঘ. অব্যয়ীভাব

১৩. প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসে?

ক. নিত্য সমাস খ. দ্বন্দ্ব সমাস

গ. বহুব্রীহি সমাস ঘ. তত্পুরুষ সমাস

১৪. ‘জমা-খরচ’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. জমা খরচ খ. জমাকে খরচ

গ. জমা হতে খরচ ঘ. জমা ও খরচ

১৫. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?

ক. অলুক খ. নিত্য

গ. প্রাদি ঘ. উপপদ

সঠিক উত্তর

সমাস: ৯. ক ১০. ঘ ১১. খ ১২. গ ১৩. খ ১৪. ঘ ১৫. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন