বাংলা ২য় পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

কারক

১. ‘কারক’ [কৃ+অক] শব্দটির অর্থ কী?

ক. যা পদকে সম্পাদন করে

খ. যা সমাসকে সম্পাদন করে

গ. যা ক্রিয়া সম্পাদন করে

ঘ. যা পদ ও সমাসকে সম্পাদন করে

২. বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক, তাকে কী বলে?

ক. সন্ধি খ. সমাস

গ. কারক ঘ. বিভক্তি

৩. কারক নির্ণয় করার সহজ উপায় কী?

ক. শব্দটিকে ভাঙা

খ. বিশেষ্যকে প্রশ্ন করা

গ. বিশেষণকে প্রশ্ন করা

ঘ. ক্রিয়াকে প্রশ্ন করা

৪. বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয়, তাদের কী বলে?

ক. সমাস খ. কারক

গ. বিভক্তি ঘ. সম্বন্ধ পদ

৫. বিভক্তিচিহ্ন স্পষ্ট না হলে কোন বিভক্তি আছে বলে মনে করা হয়?

ক. শূন্য খ. দ্বিতীয়া

গ. তৃতীয়া ঘ. চতুর্থী

৬. প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, ষষ্ঠী, সপ্তমী এগুলো—

ক. শূন্য বিভক্তি

খ. বাংলা শব্দ বিভক্তি

গ. ষষ্ঠী বিভক্তি

ঘ. কর্তৃকারকের বিভক্তি

৭. অপ্রাণিবাচক শব্দের উত্তর কোন বিভক্তি যুক্ত হয়?

ক. কে খ. রে

গ. রা ঘ. শূন্য

৮. র, এর—এগুলো কোন প্রকারের বিভক্তি?

ক. দ্বিতীয়া খ. তৃতীয়া

গ. পঞ্চমী ঘ. ষষ্ঠী

৯. কোন বিভক্তি ব্যাকরণের নিয়ম অনুসারে কারকে ব্যবহার হয় না?

ক. চতুর্থী খ. পঞ্চমী

গ. ষষ্ঠী ঘ. সপ্তমী

১০. নিচের কোন বিভক্তিটিকে কর্মপ্রবচনীয় হিসেবে গণ্য করা যায়?

ক. প্রথমা খ. তৃতীয়া

গ. ষষ্ঠী ঘ. সপ্তমী

১১. বাক্যের ক্রিয়া সম্পাদনের বৈশিষ্ট্যানুসারে কতৃ​র্কারকের কর্তা কত প্রকার?

ক. ২ প্রকার খ. ৩ প্রকার

গ. ৪ প্রকার ঘ. ৫ প্রকার

১২. বাক্যে দুটি কর্তা একত্রে একজাতীয় ক্রিয়া সম্পাদন করলে তাদের কোন কর্তা বলে?

ক. মুখ্য কর্তা খ. গৌণ কর্তা

গ. ব্যতিহার কর্তা ঘ. প্রযোজ্য কর্তা

১৩. বাক্যের প্রকাশভঙ্গি অনুসারে কর্তা কয় রকম হতে পারে?

ক. ২ খ. ৩

গ. ৪ ঘ. ৬

১৪. ‘বাঘে-মহিষে এক ঘাটে জল খায়’—‘বাঘে-মহিষে’ কর্তৃকারকের প্রকারভেদে কোন কর্তার উদাহরণ?

ক. মুখ্য কর্তা খ. প্রযোজ্য কর্তা

গ. ব্যতিহার কর্তা ঘ. ভাববাচ্যের কর্তা

১৫. ‘রোনালদো একজন জনপ্রিয় খেয়োয়াড়.’—বাক্যে ‘রোনালদো’ কোন কারক?

ক. কর্তৃকারক খ. কর্মকারক

গ. করণকারক ঘ. সম্প্রদান কারক

সঠিক উত্তর

কারক: ১. গ ২. গ ৩. ঘ ৪. গ ৫. ক ৬. খ
৭. ঘ ৮. ঘ ৯. খ ১০. খ ১১. গ ১২. গ ১৩. খ ১৪. গ ১৫. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল


মোস্তাফিজুর রহমান লিটন, শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা