সমাস
৩০. পরপদে রাজি, গ্রাম, বৃন্দ প্রভৃতি কোন সমাসে আছে?
ক. পঞ্চমী তত্পুরুষ
খ. ষষ্ঠী তত্পুরুষ
গ. তৃতীয়া তত্পুরুষ
ঘ. অলুক তত্পুরুষ
৩১. ‘জলচর’ কোন তত্পুরুষ সমাস?
ক. সপ্তমী খ. পঞ্চমী
গ. উপপদ ঘ. তৃতীয়া
৩২. দ্বন্দ্ব সমাসের বিপরীত অর্থ প্রাধান্য সমাস কোনটি?
ক. কর্মধারয় সমাস
খ. বহুব্রীহি সমাস
গ. দ্বিগু সমাস
ঘ. তত্পুরুষ সমাস
৩৩. যে সমাসে সমস্যমান পদের পরিবর্তে অন্য পদ প্রধান হয়, তাকে কী বলে?
ক. দ্বন্দ্ব খ. কর্মধারয়
গ. বহুব্রীহি ঘ. তত্পুরুষ
৩৪. বহুব্রীহি শব্দের অর্থ কী?
ক. বহুমুখী খ. বহুবৃদ্ধি
গ. বহু ধন ঘ. বহু ধান
৩৫. ‘হাতেখড়ি’ সমস্তপদটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. হাতেখড়ি
খ. হাতেখড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে
গ. খড়ির হাত
ঘ. হাতে খড়ি
৩৬. ‘বেতার’ কোন সমাসের উদাহরণ?
ক. বহুব্রীহি সমাস খ. অব্যয়ীভাব সমাস
গ. তত্পুরুষ সমাস ঘ. কর্মধারয় সমাস
সঠিক উত্তর
সমাস: ৩০. খ ৩১. গ ৩২. খ ৩৩. গ ৩৪. ঘ ৩৫. খ ৩৬. ক