বাংলা

.
.

এই দেশ এই মানুষ
প্রিয় শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ‘এই দেশ এই মানুষ’ থেকে কিছু নমুনা প্রশ্নোত্তর দেওয়া হলো।
প্রশ্ন: জেলেরা কী কাজ করেন? তাঁরা যদি কাজ না করেন, তাহলে আমাদের কী হতে পারে?
উত্তর: জেলেরা বাংলাদেশের এক অন্যতম পেশাজীবী। তাঁরা পুকুর, খাল, বিল, নদী ও সাগরে মাছ ধরার কাজ করেন। তাঁরা যদি কাজ না করেন, তাহলে আমাদের মাছের চাহিদা পূরণ হবে না। মাছ না খেলে আমরা নানা রোগে আক্রান্ত হতে পারি। কারণ, মাছ আমাদের একটি অন্যতম সহযোগী খাবার। এটি আমিষজাতীয় খাদ্যের প্রধান উত্স, আর আমিষের অভাবে আমাদের অনেক ধরনের শারীরিক সমস্যা হতে পারে।
প্রশ্ন: বাংলাদেশের বিভিন্ন ধর্মের উত্সবগুলোর নাম কী?
উত্তর: বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষ পালন করে থাকে নানা ধরনের উত্সব। এই উত্সবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে:
ক) মুসলমানদের ঈদুল ফিতর ও ঈদুল আজহা।

খ) হিন্দুদের দুর্গাপূজাসহ নানা উত্সব-পার্বণ।
গ) বৌদ্ধদের বৌদ্ধপূর্ণিমা।
ঘ) খ্রিষ্টানদের ইস্টার সানডে আর বড়দিন।

প্রশ্ন: ‘ধর্ম যার যার, উত্সব যেন সবার’—এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: ভারি বৈচিত্র্যময় বাংলাদেশের জনজীবন। এ দেশে আছে নানা ধরনের উত্সব। মুসলমানদের রয়েছে দুটো ঈদ। ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের দুর্গাপূজাসহ আছে নানা উত্সব আর পার্বণ। বৌদ্ধদের আছে বুদ্ধপূর্ণিমা, খ্রিষ্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন।
এ ছাড়া রয়েছে নানা উত্সব। পয়লা বৈশাখ—নববর্ষের উত্সব। রাখাইনদের সাংরাই ও চাকমাদের বিজু উত্সব। প্রতিটি ধর্মের মানুষই স্বাধীনভাবে তাদের ধর্মীয় উত্সব পালন করে থাকে। এক ধর্মের উত্সবে আনন্দ অন্য ধর্মের লোকেরাও উপভোগ করতে পারে। এভাবে এক ধর্মের উত্সব সব ধর্মের উত্সবে পরিণত হয়। তাই বলা হয়েছে, ‘ধর্ম যার যার, উত্সব যেন সবার’।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সিনিয়র শিক্ষক
আন-নাফ গ্রিন মডেল স্কুল, ঢাকা