অধ্যায় ৭
৫২. নিচের কোনটিতে অ্যাসিডিটি বাড়ায়?
ক. চকলেট খ. সবুজ চা
গ. সয়া দুধ ঘ. বাদাম
৫৩. কার্বলিক অ্যাসিডের লবণকে কোন লবণ বলা হয়?
ক. সালফেট লবণ খ. নাইট্রেট লবণ
গ. কার্বনেট লবণ ঘ. ফসফেট লবণ
৫৪. নিচের কোনটি হজমে সহায়তা করে?
ক. দুধ খ. তেল
গ. মিষ্টি ঘ. রসুন
৫৫. বাজারে মুখ ধোয়ার জন্য যেসব প্রসাধনী পাওয়া যায়, তাতে pH–এর মান কত লেখা থাকে?
ক. ২.৫ খ. ৩.৬
গ. ৫.০ ঘ. ৫.৫
৫৬. অ্যাসিডিটির কারণে মাঠের উর্বরতা নষ্ট হলে কীভাবে অ্যাসিডকে প্রশমিত করা যায়?
ক. ক্যালামাইন ব্যবহার করে
খ. চুনা পানির ব্যবহার করে
গ. স্লাক লাইস ব্যবহার না করে
ঘ. ক্যালামাইন ব্যবহার না করে
৫৭. Na2CO3 এর জলীয় দ্রবণে লাল লিটমাস যোগ করলে কোন রঙে পরিবর্তিত হবে?
ক. লাল খ. নীল
গ. সাদা ঘ. হলুদ
৫৮. চুনের পানির মধ্য দিয়ে CO2 চালনা করলে কোনটির অধঃক্ষেপ পড়বে?
ক. HCO3 খ. CaCO3
গ. CO2 ঘ. C
সঠিক উত্তর
অধ্যায় ৭: ৫২. ক ৫৩. গ ৫৪. ঘ ৫৫. ঘ ৫৬. খ ৫৭. খ ৫৮. খ