এসএসসি পরীক্ষা : সংক্ষিপ্ত সিলেবাসে বিজ্ঞানের বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৭

৫৯. কোন প্রাণীর দুধ থেকে তৈরি করা মাখন ক্ষারধর্মী?

ক. গরু খ. ছাগল

গ. ভেড়া ঘ. উট

৬০. কোনটি অ্যাসিটিক অ্যাসিডের সংকেত?

ক. HOOC-COOH

খ. CH3COOH

গ. H2CO3

ঘ. H2SO4

৬১. [H+] অর্থ কী?

ক. হাইড্রোজেন আয়ন

খ. হাইড্রোজেন ক্যাটায়ন

গ. হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা

ঘ. হাইড্রোজেন

৬২. নিচের কোন খাদ্যশস্য অ্যাসিডিটি কমায়?

ক. ডাল খ. কিশমিশ

গ. মাশরুম ঘ. আলু

৬৩. মার্বেল পাথরের সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস

উৎপন্ন হয়?

ক. NH3 খ. H2

গ. N2 ঘ. CO2

৬৪. কোনটি শক্তিশালী ক্ষার?

ক. HCl খ. NaOH

গ. NaCl ঘ. Na2SO4

৬৫. কোনটি স্লেকড লাইম হিসেবে পরিচিত?

ক. CaO খ. Ca(OH)2

গ. CaCO3 ঘ. ZnCO3

সঠিক উত্তর

অধ্যায় ৭: ৫৯. খ ৬০. খ ৬১. ক ৬২.ক ৬৩. ঘ ৬৪. খ ৬৫. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল