অধ্যায় ২
৫. কোষ বিভাজনের কোন ধাপে স্পিন্ডল যন্ত্রের আবির্ভাব ঘটে?
ক. মিয়োসিস খ. মেটাফেজ
গ. প্রো-মেটাফেজ ঘ. অ্যানাফেজ
৬. কী বিভাজন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সাইটোকাইনেসিস শুরু হয়?
ক. নিউক্লিয়াস খ. মিয়োসিস
গ. প্রোটোপ্লাজম ঘ. মাইটোসিস
৭. প্রতিটি প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকতে পারে কোন কোষ বিভাজনের কারণে?
ক. মিয়োসিস খ. মাইটোসিস
গ. নিউক্লিয়াস ঘ. টেলোফেজ
৮. বংশগত ধারা সম্পর্কে সঠিক ধারণা কে দেন?
ক. আইজাক নিউটন
খ. গ্রেগর জোহান মেন্ডেল
গ. আইনস্টাইন
ঘ. চার্লস ডারউইন
৯. ক্রোমোজেমের প্রধান উপাদান কী?
ক. ডিএনএ খ. আরএনএ
গ. প্রোটোপ্লাজম ঘ. নিউক্লিয়াস
১০. বংশগতির ধারক কোনটি?
ক. নিউক্লিয়াস খ. জিন
গ. ক্রোমাটিড ঘ. জাইগোট
১১. জিনকে এক বংশ থেকে পরবর্তী বংশে বহন করার জন্য বাহক হিসেবে কে কাজ করে?
ক. ডিএনএ খ. আরএনএ
গ. ক্রোমোজোম ঘ. অপত৵ কোষ
১২. তামাক গাছের মোজাইক ভাইরাস (টিএমভি)–তে কী থাকে না?
ক. ডিএনএ খ. ক্রোমোজোম
গ. আরএনএ ঘ. জিন
১৩. বংশগতির জনক কে?
ক. চার্লস ডারউইন
খ. গ্রেগর জোহান মেন্ডেল
গ. আইজাক নিউটন
ঘ. মাইকেল ফ্যারাডে
১৪. বংশগতির ভৌতভিত্তি কোনটি?
ক. নিউক্লিয়াস খ. মাইট্রোকন্ড্রিয়া
গ. ক্রোমোজোম ঘ. ডিএনএ
১৫. কোন কোষ বিভাজনের মাধ্যমে বংশগতির ধারা অব্যাহত থাকে?
ক. টেলোফেজ খ. এনাফেজ
গ. মিয়োসিস ঘ. মাইটোসিস
১৬. জীবদেহে কয় ধরনের কোষ বিভাজন
দেখা যায়?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১৭. মাইটোসিসে অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা—
i. সমান থাকে
ii. অর্ধেক থাকে
iii. দ্বিগুণ হয়
নিচের কোনটি সঠিক?
ক. i খ. i ও ii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৮. মাইটোসিস বিভাজন কয়টি পর্যায়ে সম্পন্ন হয়?
ক. দুটি খ. তিনটি
গ. চারটি ঘ. পাঁচটি
সঠিক উত্তর
অধ্যায় ২: ৫. গ ৬. ক ৭. ক ৮. খ ৯. ক ১০ খ ১১.গ ১২. ক ১৩.খ ১৪. গ ১৫. গ ১৬. খ ১৭. ক ১৮. ক