বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ৭

৬৬. কোনটি অ্যাসিডের বৈশিষ্ট্য নয়?

ক. অ্যাসিডের অণুতে হাইড্রোজেন থাকে?

খ. টক স্বাদযুক্ত

গ. ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে

ঘ. জলীয় দ্রবণে OH দেয়।

৬৭. মাটির PH ৯.৫–এর বেশি হলে নিচের কোন আয়নটি মাটি থেকে উদ্ভিদে যায়?

ক. Al3+ খ. Mg2+

গ. Ca2+ ঘ. SO42-

৬৮. কোনটি বৈশিষ্ট্য নয়?

ক. পানিতে অদ্রবণীয়

খ. লাল লিটমাসকে নীল করে

গ. জলীয় দ্রবণে সাবানের মতো পিচ্ছিল

ঘ. অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে

৬৯. H2CO3 অ্যাসিড খনিজ অ্যাসিড, কিন্তু তবুও এটাকে দুর্বল অ্যাসিড বলা হয়, কারণ—

i. জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয়

ii. অ্যাসিডের সবগুলোর H+ আয়ন হয় না

iii. পানিতে পুরোপুরি নিয়োজিত হয় না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭০. হিস্টামিন থাকে—

i. বোলতায় ii. বিচ্ছুতে iii. মৌমাছির শরীরে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ৭: ৬৬. ঘ ৬৭. ক ৬৮. ক ৬৯. ঘ ৭০. ক

বাকি অংশ ছাপা হবে আগামীকাল