বিজ্ঞান | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ২

১৯. ক্যারিওকাইনেসিস পর্যায়কে কয়টি ধাপে ভাগ করা যায়?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

২০. কোন ধাপে নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়?

ক. প্রো-মেটাফেজ খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ

২১. মিয়োসিসে কোষ পরপর কয়বার বিভাজিত হয়?

ক. দুবার খ. তিনবার

গ. চারবার ঘ. পাঁচবার

২২. মাইটোসিসের কোন ধাপে নিউক্লিয়ার পর্দা এবং নিউক্লিওলাসের পুনঃ আবির্ভাব ঘটে?

ক. প্রোফেজ খ. মেটাফেজ

গ. অ্যানাফেজ ঘ. টেলোফেজ

২৩. যখন দুটি হ্যাপ্লয়েড কোষের মিলন ঘটে তখন সে অবস্থাকে কী বলে?

ক. হ্যাপ্লয়েড খ. ডিপ্লয়েড

গ. ট্রিপ্লয়েড ঘ. টেট্রাপ্লয়েড

সঠিক উত্তর

অধ্যায় ২: ১৯. ঘ ২০. ক ২১. ক ২২. ঘ ২৩. খ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল