অধ্যায় ১
৮. মানুষের শরীরে এখন পর্যন্ত কত ধরনের অ্যামাইনো এসিড পাওয়া গেছে?
ক. ৮টি খ. ১০টি
গ. ১২টি ঘ. ২০টি
৯. প্রাণিদেহের শুষ্ক ওজনের শতকরা কত ভাগ প্রোটিন?
ক. ২৫ খ. ৩০
গ. ৫০ ঘ. ৭৫
১০. কিসের অভাবে শিশুদের রিকেটস রোগ হতে পারে?
ক. ভিটামিন-এ খ. প্রোটিন
গ. ভিটামিন-ডি ঘ. শর্করা
১১. অ্যানিমিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
ক. পিরিডক্সিন খ. থায়ামিন
গ. কোবালামিন ঘ. নিয়াসিন
বিজ্ঞাপন
১২. প্রতিটি ১০০ মি.লি. রক্তে লৌহের পরিমাণ শতকরা কত?
ক. ২০ মিলিগ্রাম খ. ৩০ মিলিগ্রাম
গ. ৪০ মিলিগ্রাম ঘ. ৫০ মিলিগ্রাম
১৩. কী কমে গেলে রক্তশূন্যতা রোগ হয়?
ক. অ্যান্টিবডি খ. হিমোগ্লেবিন
গ. ফসফরাস ঘ. সালফার
১৪. একজন মানুষের প্রতিদিন কত গ্রাম আঁঁশযুক্ত খাবার গ্রহণ করা উচিত?
ক. ২০-৩০ খ. ৩০-৪০
গ. ৪০-৫০ ঘ. ৫০-৬০
সঠিক উত্তর
অধ্যায় ১: ৮. ঘ ৯. গ ১০. গ ১১. ক ১২. ঘ
১৩. খ ১৪. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মন্তব্য করুন