default-image

অধ্যায় ১

৪২. মানবদেহের বৃদ্ধি ঘটে কত বছর পর্যন্ত?

ক. ২০–২৪ খ. ২৪–২৬

গ. ২৫–২৭ ঘ. ২৭–২৮

৪৩. কোনটির অভাবে অস্থির পুষ্টি ব্যাহত হয়?

ক. ক্যালসিয়াম খ. সালফার

গ. আয়োডিন ঘ. লৌহ

৪৪. ভিটামিন D এর উৎস কী?

ক. ডিমের কুসুম খ. দুধ

গ. মাখন ঘ. িঘ

৪৫. পানির কাজ হলো—

i. দেহ গঠনে সহায়তা করা

ii. দেহে দ্রাবক হিসেবে কাজ করা

iii. দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

বিজ্ঞাপন

৪৬. রাফেজের প্রধান উৎস—

i. উদ্ভিদ

ii. প্রাণী

iii. পানি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪৭. টকজাতীয় ফল খেলে—

i. রিকেটস প্রতিরোধ হয়

ii. দাঁত দিয়ে রক্ত পড়া প্রতিরোধ

iii. স্কার্ভি প্রতিরোধ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

অধ্যায় ১: ৪২. ক ৪৩. ক ৪৪. খ ৪৫. ঘ ৪৬. ক ৪৭. খ

শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন