অধ্যায় ৭
২৬. ক্ষারের জলীয় দ্রবণে লাল লিটমাস কোন বর্ণ ধারণ করে?
ক. হুলুদ খ. নীল
গ. গোলাপি ঘ. বেগুনি
২৭. লিটমাস পেপার অ্যাসিডের মধ্যে কোন রং উৎপন্ন করে?
ক. লাল খ. নীল
গ. গোলাপি ঘ. হলুদ
২৮. অ্যাসিডের মধ্যে মিথাইল অরেঞ্জ কোন রং উৎপন্ন করে?
ক. লাল খ. হলুদ
গ. নীল ঘ. গোলাপি
২৯. জবা ফুলের রস ক্ষারকের মধ্যে কোন রং উৎপন্ন করে?
ক. বেগুনি খ. হলুদ
গ. নীল ঘ. লাল
৩০. জবা ফুলের রস অ্যাসিডের মধ্যে কোন রং ধারণ করে?
ক. লাল খ. নীল
গ. গোলাপি ঘ. হলুদ
৩১. খাবার সোডার সংকেত কী?
ক. Na2CO3 খ. NaHCO3
গ. CaCO3 ঘ. Ca(OH)2
৩২. কার্বোলিক অ্যাসিড কী?
ক. দুর্বল অ্যাসিড খ. শক্তিশালী অ্যাসিড
গ. বিষাক্ত অ্যাসিড ঘ. উত্তপ্ত অ্যাসিড
৩৩. ফেনোফথ্যালিন অ্যাসিডের মধ্যে কোন রং ধারণ করে?
ক. বর্ণহীন খ. হলুদ
গ. নীল ঘ. লাল
৩৪. ফেনোফথ্যালিন ক্ষারকের মধ্যে কোন রং ধারণ করে?
ক. গোলাপি খ. নীল
গ. হলুদ ঘ. লাল
সঠিক উত্তর
অধ্যায় ৭: ২৬. খ ২৭. ক ২৮. ক ২৯. গ ৩০. ক ৩১. খ ৩২. ক ৩৩. ক ৩৪. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল