default-image

অধ্যায় ৭

৪৩. কোন ধাতুটি অ্যাসিডের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে?

ক. Na খ. Cu

গ. Al ঘ. Za

৪৪. কাপড় কাচার রাসায়নিক সংকেত হলো—

ক. Na2SO4.10H2O

খ. Na2CO3.10H2O

গ. Na2CO3.5H2O

ঘ. NaCO3.7H2O

বিজ্ঞাপন

৪৫. পাকস্থলীতে কিসের বৃদ্ধিতে হজমের অসুবিধা হয়?

ক. অ্যাসিড খ. ক্ষার

গ. পানি ঘ. লবণ

৪৬. PH–এর মান–২ প্রয়োজন কোনটিতে?

ক. ধমনিতে খ. রক্তে

গ. পাকস্থলীতে ঘ. ফুসফুসে

৪৭. কিলার হিসেবে কী তৈরিতে লবণ অত্যাবশ্যক?

ক. সাবান খ. রাবার

গ. ডিটারজেন্ট ঘ. সিমেন্ট

৪৮. ক্ষার ও অ্যাসিডের বিক্রিয়ায় কোনটি

উৎপন্ন হয়?

ক. লবণ ও পানি

খ. লবণ ও ক্ষার

গ. অ্যাসিড ও পানি

ঘ. ক্ষার ও ক্ষারক

৪৯. কোনটি ক্ষার নয়?

ক. KOH খ. NaOH

গ. CuSO4 ঘ. NH4OH

৫০. কোনটি ক্ষারক?

ক. K2O খ. HCl

গ. Na2SO4 ঘ. KCl

৫১. সালফিউরিক অ্যাসিডের অণুতে কয়টি প্রতিস্থানীয় হাইড্রোজেন থাকে?

ক. ১ খ. ২ গ. ৩ ঘ. ৪

সঠিক উত্তর

অধ্যায় ৭: ৪৩. ক ৪৪. খ ৪৫. ক ৪৬. গ ৪৭. গ ৪৮. ক ৪৯. গ ৫০. গ ৫১. খ

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন