default-image

বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থীরা, আজ বিজ্ঞানের অধ্যায়-২ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১৬। ডিম্বাশয়ের পরিবর্তিত রূপ কোনটি?
ক. বীজ খ. ফুল গ. ফল ঘ. চারা
১৭। নিচের কোন প্রাণীটির ত্বকে পালক ও লোম নেই?
ক. কবুতর খ. হরিণ
গ. মাছ ঘ. কাক
১৮। অ্যামিবা কোন রাজ্যের অন্তর্গত?
ক. মনেরা খ. ফানজাই
গ. প্রোটিস্টা ঘ. এনিমেলিয়া
১৯। শীতল রক্তবিশিষ্ট প্রাণী কোনটি?
ক. কেঁচো খ. মানুষ
গ. ব্যাঙ ঘ. কাতলা
২০। অপুষ্পক উদ্ভিদ কী সৃষ্টির মাধ্যমে প্রজনন সম্পন্ন করে?
ক. স্পোর খ. প্লাজমিড
গ. স্টার্চ ঘ. ডিম্বাণু
২১। অপুষ্পক উদ্ভিদের সর্বোত্তম উদ্ভিদ কোনটি?
ক. ঢেঁকি শাক খ. শেওলা
গ. মস ঘ. মাশরুম

২২। কোনটিতে উদ্ভিদের মূল দেখা যায় না?
ক. ঢেঁকি শাক খ. শেওলা
গ. মস ঘ. মাশরুম
২৩। নিষেকের পর ডিম্বক কিসে পরিণত হয়?
ক. ভ্রূণ খ. গর্ভাশয়
গ. শস্য ঘ. বীজ
২৪। কিসের অভাবে প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না?
ক. ক্লোরোফিলের অভাবে
খ. সূর্যালোকের অভাবে
গ. খনিজ লবণের অভাবে
ঘ. ক্রোমোজোমের অভাবে
২৫। নিচের কোনটি অমেরুদণ্ডী প্রাণী?
ক. কাঁকড়া খ. টিকটিকি
গ. ব্যাঙ ঘ. পাখি
২৬। রাইজয়েড রয়েছে নিচের কোনটিতে?
ক. ফার্ন খ. মস গ. শৈবাল ঘ. ইস্ট
২৭। ফার্ন উদ্ভিদ কোন রাজ্যের অন্তর্গত?
ক. মনেরা খ. প্রোটিস্টা
গ. প্লান্টি ঘ. ফানজাই
২৮। সপুষ্পক উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে।
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
১৬. গ ১৭. গ ১৮. গ ১৯. গ ২০. ক ২১. ক ২২. গ ২৩. ঘ ২৪. ক ২৫. ক ২৬. খ ২৭. গ ২৮. ক।
সহকারী শিক্ষক

বিজ্ঞাপন
শিক্ষা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন