অধ্যায় ৪
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও:
প্রভা ও প্রত্যাশা দুই বান্ধবী একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করল। অপর দিকে মিতা ও তার পাচঁ বন্ধু মিলে একটি কোম্পানি নিবন্ধনের জন্য আবেদন করে। উভয়েই নিবন্ধনের অনুমতি পেয়ে প্রভা ও প্রত্যাশা তাদের কার্যক্রম শুরু করলেন কিন্তু মিতা ও তার বন্ধুরা কাজ শুরু করতে পারল না।
১৩. প্রভা ও প্রত্যাশাদের ব্যবসায়টি কোন ধরনের ব্যবসা?
ক. অংশীদারি
খ. প্রাইভেট লিঃ কোম্পানি
গ. পাবলিক লিঃ কোম্পানি
ঘ. সমবায় সংগঠন
১৪. মিতা ও তার বন্ধুদের ব্যবসায়ের কাজ শুরু করতে না পারার কারণ
i. এটি পাবলিক লিঃ কোম্পানি
ii. এটি প্রাইভেট লিঃ কোম্পানি
iii. কার্যারম্ভের অনুমতিপত্র না পাওয়া
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
১৫. সমবায় প্রতিষ্ঠান নিবন্ধনের জন্য করণীয়—
i. যথাযথ সমবায় সমিতি
ii. ৩০০ টাকার ট্রেজারি চালান
iii. কমপক্ষে ২০ হাজার টাকা পরিশোধ শেয়ার মূলধন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৪: ১৩. খ ১৪.গ ১৫.খ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আলতাফ হোসেন, প্রভাষকবীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা