অধ্যায় ৩
২৪. আত্মকর্মসংস্থানের মাধ্যমে নিশ্চিত করা যায়—
i. শহরমুখী জনস্রোত নিয়ন্ত্রণ
ii. গ্রামীণ সমাজের উন্নয়ন
iii. অর্থনীতির উন্নয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৫. ব্যবসায়ের মাধ্যমে কী সৃষ্টি হয়?
ক. কর্মসংস্থান খ. যোগাযোগ
গ. বেকারত্ব ঘ. চাকরি
২৬. আত্মকর্মসংস্থানে আয়ের ধারাবাহিকতা কেমন?
ক. অনিশ্চিত খ. নিশ্চিত
গ. মোটামুটি ঘ. অবশ্যম্ভাবী
২৭. আত্মকর্মসংস্থানের আওতাভুক্ত—
i. রেডিও টেলিভিশন মেরামত
ii. মৌমাছি চাষ
iii. জাহাজ নির্মাণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২৮. যুবসমাজ জীবিকা বলতে চাকরিকে বোঝে কেন?
i. সামাজিক মূল্যবোধের কারণে
ii. পুঁথিগত পড়াশোনার কারণে
iii. চাকরিতে অধিক আয়ের কারণে
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ২৪. ঘ ২৫. ক ২৬. ক ২৭. ক ২৮. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আলতাফ হোসেন, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা