অধ্যায় ৪
২৫. ব্যাংকিং অংশীদারি ব্যবসায়ের সর্বোচ্চ সদস্য সংখ্যা কতজন?
ক. ১০ জন খ. ২০ জন
গ. ৩০ জন ঘ. ৫০ জন
২৬. কোন অংশীদার ব্যবসায়ে মূলধন বিনিয়োগ করে না এবং পরিচালনায় অংশগ্রহণ
করে না?
ক. সাধারণ অংশীদার
খ. ঘুমন্ত অংশীদার
গ. নামমাত্র অংশীদার
ঘ. সীমিত অংশীদার
২৭. কোন ধরনের ব্যবসায়ে প্রত্যক্ষ তত্ত্বাবধান সম্ভব?
ক. সমবায় সমিতি খ. রাষ্ট্রীয় ব্যবসায়
গ. একমালিকানা ব্যবসায়
ঘ. অংশীদারি ব্যবসায়
২৮. কারা পাবলিক লিমিটেড কোম্পানির মালিক?
ক. পরিচালকগণ
খ. কর্মীগণ
গ. শেয়ারহোল্ডারগণ
ঘ. জনসাধারণ
২৯. কোম্পানির জন্ম পত্র বলা হয় কোনটিকে?
ক. আবেদন পত্রকে খ. দলিল পত্রকে
গ. নিবন্ধন পত্রকে ঘ. যোগাযোগ পত্রকে
৩০. একমালিকানা ব্যবসায়ের দায় কী রূপ?
ক. অসীম খ. সসীম
গ. সামান্য ঘ. দায় নেই
৩১. সমভোটাধিকার কিসের প্রতীক?
ক. সহমর্মিতার খ. সহযোগিতার
গ. সাম্যের ঘ. সেবার
সঠিক উত্তর
অধ্যায় ৪: ২৫.ক ২৬. গ ২৭. গ ২৮.গ ২৯. ঘ ৩০.ক ৩১.গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. আলতাফ হোসেন, প্রভাষক
বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা